চেন্নাই: রবিবার সাক্ষী ছিল এক টান-টান ম্যাচের। চিপকের মাটিতে অজিদের হারিয়ে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) শুরুটা মন্দ হয়নি ভারতের। জয়ের নেপথ্য নায়ক হিসেবে বিরাট কোহলি, কে এল রাহুলকে নিয়ে মাতামাতি হলেও, রবীন্দ্র জাডেজার কথা ভুললে চলবে না। অজিদের বলে-বলে ঘরে ফেরান জাড্ডু। একাই তুলে নেন ৩ উইকেট। এ বার অজি তারক স্টিভ স্মিথকে জাডেজার ‘বানি’ বলে আখ্যা হেড কোচ রবি শাস্ত্রীর। এই বিষয়ে আর কী বলছেন শাস্ত্রী? TV9 Bangla Sports-এর প্রতিবেদনে বিস্তারিত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে বোলিংয়ের উপর জোর দিয়েছিল রোহিত শর্মারা। ম্যাচেও তার প্রতিফলন দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার তিন-তিনটি উইকেট একাই নেন জাডেজা। স্টিভ স্মিথ, লাবুশেন ও অ্য়ালেক্স ক্যারিকে ফেরান তিনি। গোটা ইনিংশে রান দিয়েছেন ২৮। ক্রিকেটের মঞ্চে একটি চলতি কথা রয়েছে ‘বানি।’ সহজ ভাষায় এর অর্থ হল, যখন কোনও এক নির্দিষ্ট ব্যাটারের উইকেটই নেন একজন বোলার। তখন সেই ব্যাটারকে, সেই বোলারের ‘বানি’ বলা হয়। এ বার অজি তারকা স্টিভ স্মিথকে, জাডেজার ‘বানি’বলেছেন শাস্ত্রী। সবরকম ফরম্য়াট মিলিয়ে স্মিথকে ১১ বার প্যাভেলিয়নে ফিরিয়েছেন জাড্ডু।
জাডেজার প্রশংসা করতেও ভোলেননি তিনি। তাঁর সংযোজন, “জাডেজার বলের যা গতি, তার বিরুদ্ধে ডেলিভারি করা সহজ নয়। এক সাক্ষাৎকারে ও (জাডেজা) নিজেই জানিয়েছে যে, কোন বল টার্ন করবে আর কোনটা সোজা যাবে তা ওরও অজানা ছিল। ও যদি নিজেই না জানে তাহলে ব্যাটাররা কী ভাবে বুঝবেন বলুন তো। চেন্নাইয়ের মতো পিচে জাডেজার মতো বোলারদের সামনে মাথা তুলে দাঁড়ানো মুশকিল। ” প্রসঙ্গত, ওডিআইয়ের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জাডেজাই তৃতীয় সর্বোচ্চ উইকেট টেকার।