Steve Smith: ম্যাচের মাঝেই বিশাল হাই স্মিথের! নেটিজেনদের মনে পড়ল সরফরাজের কথা

ম্যাচ চলাকালীন হাই তোলার জন্য 'বদনাম' রয়েছে স্মিথের। ভারতের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ফের স্মিথকে দেখা গেল হাই তুলতে।

Steve Smith: ম্যাচের মাঝেই বিশাল হাই স্মিথের! নেটিজেনদের মনে পড়ল সরফরাজের কথা
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2023 | 7:59 PM

কলকাতা: ঘুম পেলে, শরীরে ক্লান্তিবোধ করলে সাধারণত আমরা হাই তুলে থাকি। বাড়িতে বা গাড়িতে বসে হাই তুলতেই পারেন। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট ম্যাচ খেলতে নেমে কেউ যদি হাই তোলেন? পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ (Sarfaraz Ahmed) ভালোমতো জানেন এর ফল কী হতে পারে। ওডিআই বিশ্বকাপ ম্যাচে উইকেটের পিছনে দাঁড়িয়ে পেল্লাই হাই তুলে ব্যপক ট্রোল হয়েছিলেন তৎকালীন পাক অধিনায়ক। ২০১৯ সালের সেই ঘটনা আরও একবার নেটিজেনদের স্মৃতিতে তাজা হয়ে উঠল। যখন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে (India vs Australia) প্রথম ওডিআই ম্যাচে ফিল্ডিং করার সময় হাই তুলে বসলেন স্টিভ স্মিথ (Steve Smith)। সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে স্মিথের ওই কয়েক সেকেন্ডের হাই নেটিজেনদের নজর এড়ায়নি। বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।

ভারত সফরে এখনও পর্যন্ত চেনা ছন্দে পাওয়া যায়নি অস্ট্রেলিয়ার স্ট্যান্ড ইন অধিনায়ক স্টিভ স্মিথকে। শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দলের বিরুদ্ধে লো স্কোরিং ম্যাচ ৫ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। বহুদিন পর ওডিআই দলের অধিনায়ক হিসেবে স্মিথের ফেরাটা হার দিয়ে শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৮১ রানের ইনিংস খেলেন। কিন্তু বাকি ব্যাটাররা ব্যর্থ। মহম্মদ সামিরা ১৮৮ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। ১৮৯ রানের লক্ষ্য নিয়ে নেমে ভারত একসময় ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। কিন্তু লোকেশ রাহুল ও রবীন্দ্র জাডেজার পার্টনারশিপে ম্যাচ জিতে যায় ভারত।

ম্যাচ যখন প্রায় শেষের দিকে তখনই স্মিথকে দেখা যায় হাই তুলতে। নেটিজেনরা এতে ব্যপক মজা পেয়েছেন। ম্যাচ হারের দোরগোড়ায় দাঁড়িয়ে স্মিথের হাই তোলা মনে করিয়ে দিয়েছে সরফরাজ আহমেদকে। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে হাই তুলে ব্যপক ট্রোল হয়েছিলেন পাক ক্রিকেটার। মাঠে, ডাগ আউটে বসে যখন তখন হাই তুলে হাসির খোরাক হয়েছেন।