Hardik Pandya: বিজয় হাজারে-তে ঝড়, ৬৮ বলে সেঞ্চুরি হার্দিক পান্ডিয়ার
Hardik Pandya’s Century: ৪৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। শুরুটা ধীরে করেছিলেন, সময় নিয়েছিলেন নিজেকে সেট করার জন্য। পরের ৫০ রান এসেছে মাত্র ২৪ বল। সব মিলিয়ে ৬৮ বলে সেঞ্চুরি। ৩৯ ওভারে বিদর্ভের বোলারের বিরুদ্ধে টানা পাঁচটি ছয় ও একটি চার মেরে সেঞ্চুরি পার করেন।

কলকাতা: যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন হার্দিক পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে ২৫ বলে ৬৩ করেছিলেন। ব্যাটে সেই ঝড় নিয়েই বিজয় হাজারে-তে হাজির ভারতের তারকা অলরাউন্ডার। শনিবার বিদর্ভের বিরুদ্ধে এক কথায় ঝড় বইয়ে দিয়েছেন। মাত্র ৬৮ বলে সেঞ্চুরি করেছেন হার্দিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর তিনি বিরতি নিয়েছিলেন। এই মরসুমে প্রথম ৫০ ওভারের ম্যাচ খেলতে নেমেই বিধ্বংসী ব্যাটিং হার্দিকের। এই ম্য়াচের পর হার্দিককে দেখা যাবে নিউজিল্য়ান্ডের টি-টোয়েন্টি সিরিজে। এই সিরিজের পরই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সাত নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে হার্দিক বুঝিয়ে দিয়েছেন, যে বড় মঞ্চের জন্য় তিনি প্রস্তুত।
৪৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। শুরুটা ধীরে করেছিলেন, সময় নিয়েছিলেন নিজেকে সেট করার জন্য। পরের ৫০ রান এসেছে মাত্র ২৪ বল। সব মিলিয়ে ৬৮ বলে সেঞ্চুরি। ৩৯ ওভারে বিদর্ভের বোলারের বিরুদ্ধে টানা পাঁচটি ছয় ও একটি চার মেরে সেঞ্চুরি পার করেন। হার্দিকের বিস্ফোরক ব্যাটিং তুমুল উন্মাদনা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। ৩৮ ওভারের শেষে স্কোরবোর্ড দেখাচ্ছিল, ৬২ বলে ৬৬ করে ক্রিজে আছেন। ৩৯তম ওভারে বিদর্ভের স্পিনার পার্থ রেখারের বিরুদ্ধে ৩৪ রান নিয়ে সেঞ্চুরি করেন।
৭১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল বারোদার। বাকি ব্য়াটাররা যখন রান তুলতে হিমশিম খাচ্ছিলেন, তখন একাই দলের হাল ধরেন হার্দিক। ৬৮ বলের ইনিংসে মোট ৮টি ছয় ও ৬টি চার করেছেন। স্ট্রাইক রেট ছিল ১৪৩.০৬। এটি হার্দিক পান্ডিয়ার লিস্ট ‘এ’ কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। এখনও পর্যন্ত তিনি ১১৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। তাঁর মোট রান ২৩৫০। রয়েছে ১৩টি হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ৯২ বলে ১৩৩ রান করে নটআউট থাকেন।
