
লখনউ: রবিবারের মেগা ম্যাচে বোলারদের দাপটে জয় পেয়েছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মহম্মদ সামি (Mohammed Shami)। একের পর এক উইকেট নিয়ে ইংলিশ টিমের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন ‘সাহসপুর এক্সপ্রেস।’ ভারতের এই সাফল্যের পর সামির প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব। এই তালিকায় রয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকরও (Sunil Gavaskar)। অকপট জানাচ্ছেন, সামিকে দেখে তাঁর কপিল দেবের কথা মনে পড়ে যায়। আর কী বলছেন সানি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টস জিতে রোহিতদের ব্য়াটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার। ওপেনিংয়ে চেনা রোহিত-শুভমন জুটি গতকাল জমেনি। ৯ রানের মাথায় গিলকে ফেরান ক্রিস ওকস। আশা ছিল বিরাট কোহলির উপর। ইংল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেননি কোহলি। শূন্য রানে ফেরেন তিনি। হাল ধরতে নেমে শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলরাও বড় কিছু করতে পারেননি। ৪৯ রানের ইনিংস খেলে দলকে কিছুটা এগিয়ে দেন সূর্যকুমার যাদব। বেন স্টোকসদের ২৩০ রানের লক্ষ্য দিয়ে শেষ হয় ভারতের ইনিংস। টি-টোয়েন্টির যুগে ২২৯ রান বড় টার্গেট নয়। অল্প রানের পুঁজি নিয়েও ভারতীয় বোলাররা দুরন্ত পারফর্ম করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে ভারতের জেতা সত্যিই প্রশংসনীয়। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ভারতকে এই জয়ের স্বাদ এনে দেন ভারতীয় বোলাররা। ভারতের এই পারফরম্য়ান্সে আবেগে ভাসছেন গাভাসকর। জয়ের পর জানান, সামিকে দেখলে তাঁর কপিলকে মনে পড়ে যায়। সামির স্পেল নিয়ে আলোচনা করতে গিয়ে সানি বলেন, “সামিকে দেখে আমাদের সময়ের কথা মনে পড়ে যায়। কপিল যেমন ঘণ্টার পর ঘণ্টা নেটে বোলিং করত, সামিও সে ভাবেই প্রতি ম্য়াচের আগে নিজেকে তৈরি করে নেয়। এই পারফরম্য়ান্সের পিছনে কঠোর পরিশ্রম রয়েছে ওর।”
সামির ফিটনেসে মজেছেন গাভাসকর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, “আমার জানা নেই সামি জিম করে কিনা। সারাদিন কেউ জিম করতেই পারেন। তবে দিনের শেষে সামি যেটা করে সেটাই আসল। নিজেকে ফিট রাখতে একশো শতাংশ সময় দেয় ও। ওটাই ওর বিশেষত্ব।” শুধু সামির বোলিংই নয়, তাঁর উইকেট পাওয়ার পর সেলিব্রেশনের সঙ্গেও ‘হরিয়ানা হ্য়ারিকেন’-এর মিল খুঁজে পাচ্ছেন সানি।