মেলবোর্ন: ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ মানেই টানটান উত্তেজনা। দুই দেশের প্রাক্তন ক্রিকেটাররাও মুখিয়ে থাকেন এই ম্যাচ উপভোগ করার জন্য। রবিবার মেলবোর্নে টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার-১২ ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। রোহিত শর্মার ভারতকে বাবর আজমের পাকিস্তান ১৬০ রানের টার্গেট দিয়েছিল। হাড্ডাহাড্ডি লড়াই চলে শেষ বল অবধি। শেষ বলে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১ রান। রুদ্ধশ্বাস ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে শেষ বলে জয়ের পর ভারতীয় সমর্থকদের আবেগ বাধ মানেনি। সেই তালিকায় রয়েছেন কিংবদন্তি সুনীল গাভাসকরও (Sunil Gavaskar)। রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে জয়সূচক রানটি নেওয়ার পরই আনন্দে শিশুর মতো দুই হাত তুলে লাফাতে থাকেন গাভাসকর। সোশ্যাল মিডিয়ায় সানির এই সেলিব্রেশনের ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো তুলে ধরল TV9Bangla।
The celebrations of Sunil Gavaskar and Srikkanth and Jatin after today’s win – This is priceless. The moment. pic.twitter.com/918IRwkmxh
— CricketMAN2 (@ImTanujSingh) October 23, 2022
ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠানও সানির সেলিব্রেশনের সেই ভিডিয়ো শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। সেই সময় গাভাসকরের পাশে ছিলেন তাঁর সতীর্থ কৃষ্ণামাচারি শ্রীকান্ত। ইরফান পাঠান, ধারাভাষ্যকার যতীন সাপ্রুও সেখানেই উপস্থিত ছিলেন। ভারত জিততেই, উল্লাসে ফেটে পড়েন গাভাসকর।
উল্লেখ্য, ভারতের কিংবদন্তি ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ভারত-পাকিস্তান মহারণের আগে পাকিস্তানকে সামান্য এগিয়ে রেখেছিলেন। সুনীল গাভাসকরের অনুমান ছিল, ওই ম্যাচে পাকিস্তান ৫১-৪৯ তে এগিয়ে। শেষ অবধি অঘটন ঘটেনি। টসে হেরে প্রথমে ব্যাট করতে হয়েছিল গ্রিন আর্মিকে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে পাকিস্তান। ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে একটা সময় চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে বিরাট-হার্দিকের শতরানের জুটিতে ভর করে জেতে ভারত। মেলবোর্নে রাজ করে, ভারতকে জিতিয়ে দিয়ে যান বিরাট কোহলি। ২৭ অক্টোবর নেদারল্যান্ডসদের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচ রয়েছে।