Rinku Singh: রিঙ্কুর মধ্যে যুবরাজকে দেখতে পাচ্ছেন কে?

Sunil Gavaskar: আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স। ক্রিকেটের মেগা ইভেন্টে ব্যাটের ঝলক দেখানোর পর জাতীয় দলের দরজা খুলেছিল রিঙ্কু সিংয়ের সামনে। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে দেশের জার্সিতে যাত্রা শুরু। চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজেও চমক দেখাচ্ছেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজও খেলবেন। বিশ্বকাপের পর ভারত-অস্ট্রেলিয়া সিরিদজে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আলিগড়েরর রাজপুত্র।চাপের মুখে ব্যাট হাতে নেমে দলকে জয় এনে দিয়েছেন বারবার। আর এ বার এই তরুণ প্রতিভাবান ফিনিশরের মধ্যেই যুবরাজকে দেখতে পাচ্ছেন কে?

Rinku Singh: রিঙ্কুর মধ্যে যুবরাজকে দেখতে পাচ্ছেন কে?
যুবরাজ সিং ও রিঙ্কু সিংImage Credit source: ছবি: X

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 13, 2023 | 7:15 AM

 

নয়াদিল্লি: ভারতীয় দলের হয়ে একসময় পাঁচ নম্বরে মাঠে নামতেন যুবরাজ সিং। তাঁর অসামান্য প্রতিভার কথা সারাজীবন ক্রিকেটের ইতিহাসে থেকে যাবে। যুবির ৬ বলে ৬ ছক্কা ক্রিকেটে আজীবন বিশ্ব ক্রিকেটের স্মরনীয় অতীতের পাতায় জ্বলজ্বল করবে। যুবরাজের অবসরের পর ভারতীয় দল কি তাঁর মতো কোনও তারকাকে তৈরি করে নিতে পেরেছে? উত্তর দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। তাঁর মতে যুবরাজের উত্তরসূরী হওয়ার যোগ্য একমাত্র রিঙ্কু সিং। তিনিই ভবিষ্যতে দলকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন সানি। রিঙ্কুর প্রশংসায় মজেছেন তিনি। এই প্রসঙ্গে কী বলছেন তিনি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স। ক্রিকেটের মেগা ইভেন্টে ব্যাটের ঝলক দেখানোর পর জাতীয় দলের দরজা খুলেছিল রিঙ্কু সিংয়ের সামনে। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে দেশের জার্সিতে যাত্রা শুরু। চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজেও চমক দেখাচ্ছেন এই তরুণ ফিনিশার। প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজও খেলবেন। বিশ্বকাপের পর ভারত-অস্ট্রেলিয়া সিরিদজে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আলিগড়েরর রাজপুত্র। চাপের মুখে ব্যাট হাতে নেমে দলকে জয় এনে দিয়েছেন বারবার। আর এ বার এই তরুণ প্রতিভাবান ফিনিশরের মধ্যেই যুবরাজকে দেখতে পাচ্ছেন গাভাসকর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি বলেন, “সবার মধ্যে প্রতিভা থাকে না। সে তুমি সারাদিন খেলা নিয়ে থাকতেই পারো, খেলাকে ভালোবাসতে পারো, কিন্তু রিঙ্কুর মতো আত্মবিশ্বাস ও প্রতিভা সবার থাকে না। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছে ও। নিজের পারফরম্যান্সের জোরে এত দূর এগিয়েছে রিঙ্কু। যা সত্যিই প্রশংসনীয়।”

 

শুধু এখানেই থেমে থাকেননি গাভাসকর। একই সঙ্গে বলেন, “রিঙ্কুকে নিয়ে প্রত্যাশা অবশ্যই রয়েছে। ইতিমধ্যেই তাঁকে ভবিষ্যতের যুবরাজ সিং বলা হচ্ছে। যুবি ক্রিকেটের জন্য
যা করেছে তার এক ভাগও যদি রিঙ্কু করতে পারে তবে আর পিছনে ফিরে তাকাতে হবে না কখনও।” প্রসঙ্গত, ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে দুর্দান্ত একটি ছক্কা হাঁকিয়ে প্রেস বক্সের কাচ ভেঙে দেন রিঙ্কু। ৩ বল বাকি থাকতে ভিলেন বৃষ্টির কারণে শেষ হয়ে যায় এই ম্যাচ। সেই সময় ৬৮ রানে অপরাজিত ছিলেন রিঙ্কু।