পৃথ্বীর বদলে রাহুলকে ওপেনার চাইছেন সানি

sushovan mukherjee |

Dec 22, 2020 | 2:09 PM

৩৬ রানের বিপর্যয়ের পর ভারতীয় টিমের মনোবল যে তলানিতে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে গাভাসকরের পরামর্শ, 'নিজেদের উপর আস্থা রাখতে হবে ভারতীয়দের।

পৃথ্বীর বদলে রাহুলকে ওপেনার চাইছেন সানি
বক্সিং ডে টেস্টে সানির পছন্দ রাহুল।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – সিরিজের প্রথম টেস্টেই মুখ থুবড়ে পড়েছে ভারতীয় টিম। অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলিদের ৩৬ রানে অল আউট হওয়া নিয়ে এখনও আলোচনা চলছে। তার মধ্যেই বক্সিং ডে টেস্ট খেলতে নামছে ভারত। বিরাট না থাকায় প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। তারই মধ্যে সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মতো প্রাক্তন বলে দিচ্ছেন, পৃথ্বী শ-র (Prithvi Shaw) বদলে লোকেশ রাহুল (KL Rahul) ওপেন (open) করুন দ্বিতীয় টেস্টে।
সানির যুক্তি, ‘আমার তো মনে হয়, ভারতীয় টিমে দুটো বদল হওয়া উচিত। প্রথমটা, পৃথ্বীর জায়গায় টিমে আসুক রাহুল। ওই ওপেন করুক। আর, বিরাট না থাকায় মিডল অর্ডারে পাঁচে বা ছয়ে খেলুক শুবমন গিল। ও ফর্মে ছিল। আমাদের শুরুটা যদি ভালো হয়, পরিস্থিতি কিন্তু পাল্টে যাবে।

আরও পড়ুন – মেলবোর্নে হতে পারে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট

দিন-রাতের টেস্টে জঘন্য হারলেও দ্বিতীয় টেস্টে ভারত ঘুরে দাঁড়াতে পারে, বিশ্বাস করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। গাভাসকর বলেছেন, ‘মেলবোর্ন টেস্টটা ভারতীয় টিমের কাছে ঘুরে দাঁড়ানোর ম্যাচ। পজিটিভ মনোভাব নিয়ে মাঠে নামুক ভারত। এ নিয়ে কোনও সন্দেহই নেই যে, ব্যাটিংই অস্ট্রেলিয়ার দুর্বলতা।’

আরও পড়ুন – কোভিড বিধি ভেঙে গ্রেফতার সুরেশ রায়না

৩৬ রানের বিপর্যয়ের পর ভারতীয় টিমের মনোবল যে তলানিতে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য গাভাসকরের পরামর্শ, ‘নিজেদের উপর আস্থা রাখতে হবে ভারতীয়দের। ওরা যে ঘুরে দাঁড়াতে পারে, এই বিশ্বাসটা নিয়েই দ্বিতীয় টেস্টটা খেলতে হবে। যদি সেটা না করতে পারে, ০-৪ সিরিজ হারের আতঙ্ক কিন্তু থেকে যাবে। যদি আস্থাটা রাখতে পারে, ঘুরে দাঁড়ানো অসম্ভব নয়।’
প্রথম টেস্টে ভারত বেশ কিছু সহজ ক্যাচ ফেলেছে। বিশেষ করে মার্নাস লাবুসেনের বেশ কয়েকটা ক্যাচ মিস করেছেন পৃথ্বী, বুমরা, ঋদ্ধিমানরা। যা চাপে ফেলে দিয়েছিল ভারতকে। সানি বলছেন, ‘যদি আমরা ক্যাচগুলো ঠিকঠাক ধরতে পারি, ঠিক মতো ফিল্ডিং সাজাতে পারি, তা হলে সমস্যাগুলো এড়ানো যাবে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে লাবুসেন আর পেইনের আগেই আউট হওয়া উচিত ছিল। আর সেটা হলে ১২০ রানের লিড নিতে পারত ভারত। ক্যাচগুলো পড়ায় অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছিল নিজেদের। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে।’

Next Article