Indian Cricket: রোহিতই ক্যাপ্টেন হোন, ডেপুটি রাহুল কিংবা পন্থ, চাইছেন সানি

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 29, 2021 | 3:51 PM

সানির কথায়, 'আমার মনে হয়, রোহিতকে পরের দুটো বিশ্বকাপে ক্যাপ্টেন করা উচিত। কারণ, দুটো বিশ্বকাপ গায়ে গায়ে আছে। একটা মাসখানেকের মধ্যে, আর একটা ঠিক একবছর পর। ঘন ঘন ক্যাপ্টেন বদলানো কখনওই ঠিক নয়। ভারতীয় টিমের ক্যাপ্টেন হওয়ার জন্য রোহিতই আমার প্রথম পছন্দ। ওকে এই দুটো বিশ্বকাপেই ক্যাপ্টেন করা উচিত।'

Indian Cricket: রোহিতই ক্যাপ্টেন হোন, ডেপুটি রাহুল কিংবা পন্থ, চাইছেন সানি
সুনীল গাভাসকর। ছবি: টুইটার

Follow Us

মুম্বই: লোকেশ রাহুল (KL Rahul), ঋষভ পন্থদের (Rishabh Pant) সাদা বলের ক্রিকেটে ভাইস ক্যাপ্টেন হিসেবে গড়ে তোলার সময় এসেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। আর বিরাট কোহলির পরিবর্তে এই মুহূর্তে যদি কাউকে ক্যাপ্টেন ভাবা হয়, সেটা যেন রোহিত শর্মাই (Rohit Sharma) হন। বক্তার নাম সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।

সানির কথায়, ‘আমার মনে হয়, রোহিতকে পরের দুটো বিশ্বকাপে ক্যাপ্টেন করা উচিত। কারণ, দুটো বিশ্বকাপ গায়ে গায়ে আছে। একটা মাসখানেকের মধ্যে, আর একটা ঠিক একবছর পর। ঘন ঘন ক্যাপ্টেন বদলানো কখনওই ঠিক নয়। ভারতীয় টিমের ক্যাপ্টেন হওয়ার জন্য রোহিতই আমার প্রথম পছন্দ। ওকে এই দুটো বিশ্বকাপেই ক্যাপ্টেন করা উচিত।’

একটা প্রশ্ন জন্ম নিতে পারে। বিরাট টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ক্যাপ্টেন্সি ছাড়ার কথা ঘোষণা করেছেন। তার অর্থ হল, বিশ্বকাপ পর্যন্ত তিনি দায়িত্বে থাকতে চান। কিন্তু সানির কথা ধরলে, তিনি রোহিতকে আগামী মাসে দুবাইয়ে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও ক্যাপ্টেন হিসেবে দেখতে চান। বিরাট কি বিশ্বকাপে ক্যাপ্টেন্সি না-ও করতে পারেন?

রোহিতের ডেপুটি হিসেবে দু’জনকে দেখতে পাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। লিটল মাস্টারের মন্তব্য, ‘লোকেশ রাহুলকে ডেপুটি করা যেতে পারে। সেই সঙ্গে ঋষভ পন্থকেও হিসেবের মধ্যে রাখতে হবে। দিল্লির ক্যাপ্টেন হিসেবে ও যে ভাবে টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে ভাবে বুদ্ধিদীপ্ত বোলিং পরিবর্তন করছে, রাবাডা, নর্টজেকে ব্যবহার করছে, সত্যিই ভালো লাগছে। ভারতের সব সময় ডাকাবুকো ক্যাপ্টেন দরকার। যে পরিস্থিতিগুলো বুঝে সঙ্গে সঙ্গে এগিয়ে আসবে।’

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দুটো। এক, ক্যাপ্টেন কে হবেন? রোহিতই যে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আবার অনেকেই বলছেন, ভবিষ্যতের কথা ভেবে রাহুলকেই অধিনায়ক করা হোক। তাতে তিনি সময়ও পাবেন। আর তিন ধরনের ক্রিকেটেই এখন নিয়মিত রাহুল। আর দুই, কোচ কে হবেন? শোনা যাচ্ছে, দেশীয় কোচের বদলে বিদেশি কাউকে কোচ করা হতে পারে। সব মিলিয়ে আলোচনার শেষ নেই নীল জার্সিকে ঘিরে।

 

আরও পড়ুন: UEFA Champions League: অঘটনের হার রিয়ালের

Next Article