পুনে: আইপিএল-১৫-র (IPL 2022) শুরুটা মোটেও ভালো হয়নি কেন উইলিয়ামসনের (Kane Williamson)সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad)। পুনের মাঠে অরেঞ্জ আর্মি গ্রুপ পর্বের প্রথম ম্যাচই সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ৬১ রানে হেরে আইপিএল যাত্রা শুরু করেছে। একে হারের যন্ত্রনা তার ওপর আবার ওই ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ টাকা জরিমানাও দিতে হচ্ছে নিজামের শহরের দলের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। এ বারের আইপিএলের দ্বিতীয় দলের অধিনায়কে স্লো ওভার রেটের জরিমানা দিতে হচ্ছে। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল।
আইপিএল-এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “২৯ মার্চ, পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে।” পাশাপাশি ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, “ন্যূনতম ওভার রেটের বিষয়ে আইপিএলের নিয়মবিধির অধীনে যেহেতু এটা এই দলের প্রথম ভুল, তাই সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।”
প্রথমবার ভুল হওয়ায় জন্য কোনও দলের অধিনায়ককে ১২ লাখ টাকা জরিমানা দিতে হবে। এরপর যদি আবার একই ভুল করে সেই দল তাহলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ তখন সেই দলের ক্যাপ্টেনকে ২৪ লাখ টাকা জরিমানা দিতে হবে। তৃতীয়বার ভুল করলে ৪০ লাখ টাকা জরিমানা এবং এক ম্যাচের জন্য ব্যান করা হবে। ফলে আইপিএলের ১০টি দলের অধিনায়ককে নির্ধারিত সময়ের মধ্যে যেভাবেই হোক ম্যাচ শেষ করাতেই হবে।
উল্লেখ্য, মঙ্গলবারের ম্যাচে টসে জিতে রাজস্থানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান উইলিয়ামসন। ছয় উইকেটে হারিয়ে ২১০ রান তোলে সঞ্জুর দল। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে সানরাইজার্স। পাঁচ ওভারের মধ্যে নয় রানে তিন উইকেট খুইয়ে বসে অরেঞ্জ আর্মি। ব্যাট হাতে ব্যর্থ হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, নিকোলাস পুরানরা। এইডেন মার্কব়্যাম (৫৭), ওয়াশিংটন সুন্দর (৪০) ও রোমারিও শেফার্ড (২৪) দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কিন্তু শেষ পর্যন্ত সানরাইজার্স সাত উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে। এবং ৬১ রানে জিতে যায় পিঙ্ক আর্মি।
আরও পড়ুন: IPL 2022 Purple Cap: ছবিতে দেখুন পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন কারা
আরও পড়ুন: IPL 2022 Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন কারা, দেখুন ছবিতে
আরও পড়ুন: IPL 2022 Points Table: জেনে নিন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল কোথায় রয়েছে?