Sunrisers Hyderabad IPL 2022 Auction: মিডল অর্ডার ঢেলে সাজানোই লক্ষ্য উইলিয়ামসনের হায়দরাবাদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 12, 2022 | 7:00 AM

Sunrisers Hyderabad IPL 2022 Auction in Bengali: গত কয়েকটা আইপিএলে হায়দরাবাদ মিডল অর্ডারের ব্যর্থতাতেই ডুবেছে। তাই ঢেলে সাজানোটা এ বারের চ্যালেঞ্জ।

Sunrisers Hyderabad IPL 2022 Auction: মিডল অর্ডার ঢেলে সাজানোই লক্ষ্য উইলিয়ামসনের হায়দরাবাদের
Sunrisers Hyderabad IPL 2022 Auction: মিডল অর্ডার ঢেলে সাজানোই লক্ষ্য উইলিয়ামসনের হায়দরাবাদের

Follow Us

কলকাতা‌: টানা ব্যর্থতা এ বার সাফল্যে পাল্টানোর নীলনকশা তৈরি করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। গত মরসুমে ডেভিড ওয়ার্নারকে ঘিরে যে পরিমাণ বিতর্ক হয়েছিল, তাও মুছে ফেলতে চাইছে। আর সেই লক্ষ্য পূরণের জন্যই আইপিএল ১৫-তে (IPL) অন্য রকম টিম বানানোই লক্ষ্য সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad)। গত বারের তারকাখচিত টিম থেকে মাত্র তিন জনকে রাখা হয়েছে আগামী মরসুমের জন্য। ক্যাপ্টেন কেন উইলিয়ামসন রয়েছেন। সঙ্গে তরুণ বিস্ফোরক ব্যাটসম্যান আব্দুল সামাদ আর পেস বোলার উমরান মালিক। উইলিয়ামসনের ১৪ কোটি ও সামাদ-উমরানের ৪ কেটি করে দাম ধরলে এখনও ২২ কোটি টাকা খরচ করে ফেলেছে হায়দরাবাদ। ৬৮ কোটি টাকা নিয়ে শনি-রবিবারের আইপিএল নিলাম (IPL 2022 Auction)  নামবে তারা। এসআরএইচের লক্ষ্যই হল, মিডল অর্ডারকে ঢেলে সাজানো।

আইপিএলের দুনিয়ায় সাফল্যের সহজ শর্তই হল, ওপেনিং জুটির ফর্ম। সে দিকে নজর রেখে জেসন রয় আর দেবদত্ত পাড়িক্কালকে তোলার জন্য ঝাঁপাবে হায়দরাবাদ। গত বারের আইপিএলে জেসন আর দেবদত্ত দারুণ ফর্মে ছিলেন। শুধু তাই নয়, কিছু ম্যাচ জেতানো ইনিংসও খেলেছেন তাঁরা। এই দুই তারকার ওপেনিং স্কিলকেই কাজে লাগাতে চাইছে উইলিয়মসনের টিম। পরিকল্পনায় থাকবেন বাংলার ঋদ্ধিমান সাহাও। দুরন্ত কিপিংয়ের পাশাপাশি যাঁকে ওপেনার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। বাংলার কিপার অবশ্য গত কয়েক মরসুম ধরে ওই টিমের হয়েই খেলছেন।

গত কয়েকটা আইপিএলে হায়দরাবাদ মিডল অর্ডারের ব্যর্থতাতেই ডুবেছে। তাই ঢেলে সাজানোটা এ বারের চ্যালেঞ্জ। সেই কারণেই স্টিভ স্মিথের মতো ব্যাটারকে তুলতে চাইছে হায়দরাবাদ। গতবার দিল্লিতে মাত্র ২ কোটি টাকায় কেনা হয়েছিল তাঁকে। যা একেবারেই মেনে নিতে পারেননি স্মিথ। তাঁর সঙ্গে ইংল্যান্ডের ডেভিড মালানকেও নেওয়ার জন্য ঝাঁপাবে এসআরএইচ। অলরাউন্ডার হিসেবে তাদের লক্ষ্য শার্দূল ঠাকুর। গত বছর থেকেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরেছেন। শুধু তাই নয়, ব্যাটে এবং বলে টিমকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তালিকায় নিশ্চিত ভাবেই থাকবেন আফগানিস্তানের মহম্মদ নবি এবং ওয়াশিংটন সুন্দর।

বোলিং বরাবরই অন্যতম শক্তি হায়দরাবাদের। রশিদ খান, ভুবনেশ্বর কুমাররা টিমকে টেনেছেন দীর্ঘদিন। এ বার হায়দরাবাদের লক্ষ্য আরসিবির লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। সেই সঙ্গে মহম্মদ সামিকেও টার্গেট করছে টিম ম্যানেজমেন্ট। তরুণ ভারতীয় পেসার আবেশ খানকে পাওয়ার জন্যও ঝাঁপাবে তারা। কাগিসো রাবাডা, ট্রেন্ট বোল্ট, প্যাট কামিন্সের মধ্যে কোনও একজনকে চাইছে তারা। সব মিলিয়ে এমন একটা টিম বানাতে চাইছেন কেন উইলিয়ামসনরা, যাতে সিনিয়র-জুনিয়র মিলিয়ে ভারসাম্য থাকে। শুধু তাই নয়, সাফল্যও যাতে মেলে।

Next Article