
নয়াদিল্লি: তেইশের বিশ্বকাপ অনেক দিন বদলের সাক্ষী। এই বিশ্বকাপেই একাধিক অঘটন দেখেছে ক্রিকেটবিশ্ব। তেমনই শিরোনামে উঠে এসেছেন বেশ কিছু তরুণ। যার মধ্যে অন্যতম কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্র। বয়স মাত্র ২৪। তেইশের বিশ্বকাপেই ওডিআইয়ের মঞ্চে হাতেখড়ি। আর অভিষেকেই জাত চিনিয়েছেন এই তরুণ। নিউজিল্যান্ডের হয়ে একের পর এক দুরন্ত ইনিংস খেলে চমকে দেন সকলকে। এ বার ভারতীয় বংশদ্ভুত রাচিনের উজ্জ্বল আইপিএল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন ভারতীয় কিংবদন্তি ইরফান পাঠান। তাঁকে দলে নিতে টাকার থলি নিয়ে হাজির হবে ফ্র্যাঞ্চাইজিগুলো, যার মধ্যে অন্যতম সানরাইজার্স হায়দরাবাদ। এমনটাই মনে করছেন পাঠান। এই প্রসঙ্গে কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
চলতি বছরটা কিউয়ি তারকা রাচিনের জন্য সারাজীবন বিশেষ হয়ে থাকবে। কারণ এই বছরই বিশ্বকাপে অভিষেক। তারপর দেশের জার্সিতে একের পর দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নজর কাড়া। যার ফল তিনি পাবেন পরবর্তী বছরেও। নতুন বছরের শুরুর দিকেই শুরু হতে পারে ক্রিকেটের কোটিপতি লিগ আইপিএল ২০২৪। এ বারই আইপিএলের মঞ্চে অভিষেক হবে তাঁর। হাতে আর কয়েকদিন মাত্র। তারপরই দুবাইয়ে বসবে নিলামের আসর। ইতিমধ্য়েই ৫০ লক্ষ বেস প্রাইসে রেজিস্টার করেছেন রাচিন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন বেস প্রাইসের থেকে কয়েক গুণ বাড়বে তাঁর দল। এই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় তারকা ইরফান পাঠান বলছেন, “সানরাইজার্স হায়দরাবাদ নিলামে রাচিন রবীন্দ্রকে দলে নেওয়ার জন্য ঝাঁপাবে।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “এই মুহূর্তে সানরাইজার্স হায়দারবাদের একজন স্পিনার চাই। আগে ওদের হাতে আদিল রশিদ ছিল। এখন সে নেই। যদিও ওদের হাতে মায়াঙ্ক মারকাণ্ডে রয়েছে। তবে ওরা একটা বড় নাম খুঁজছে। বিকল্প ওপেনার চাইছে তারা। আর তার জন্য রাচিনকে দলে নিতে চাইবে এই ফ্র্যাঞ্চাইজি।” রাচিনের বিশ্বকাপ পারফরম্যান্সই তাঁর দর বাড়াবে। পুরো বিশ্বকাপে মোট ৫৭৮ রান করেছেন রাচিন। ব্ল্যাক ক্যাপসদের সেমিফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই তরুণ। যার ফল তিনি পাবেন আগামীতে এমনটাই মনে করা হচ্ছে।