লখনউ: ভারতে এখন কতগুলি টি-২০ লিগ (T20 League) চালু রয়েছে? খুব সহজে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না ভারতীয় ক্রিকেট প্রেমীরা। শুরুটা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের হাত ধরে। এরপর ভারতের মাটিতে ধীরে ধীরে একাধিক টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ ডালপালা মেলেছে। এ বার উত্তর প্রদেশে শুরু হতে চলেছে নয়া টি-২০ লিগ। যার নাম ইউপি টি-২০ লিগ (UPT20 League)। লখনউয়ের তাজ হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে UPT20 League এর আনুষ্ঠানিক সূচনা হল। জানা গিয়েছে, উত্তর প্রদেশের এই নতুন টি-২০ লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হয়েছে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়নাকে (Suresh Raina)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐋𝐞𝐠𝐞𝐧𝐝 🤝 𝐔𝐏𝐓𝟐𝟎 𝐁𝐫𝐚𝐧𝐝 𝐀𝐦𝐛𝐚𝐬𝐬𝐚𝐝𝐨𝐫 🔥
We are delighted to announce the World Cup Winner, Suresh Raina as the official Brand Ambassador for #UPT20 💪#UPCA #AbMachegaBawaal | @ShuklaRajiv pic.twitter.com/D2aRuypCLE
— UP T20 League (@t20uttarpradesh) August 20, 2023
ইউপি টি-টোয়েন্টি লিগে মোট ছ’টি শহর-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি রয়েছে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনার দিন ট্রফি এবং ছ’টি দলের জার্সি উন্মোচিত হয়েছে। একই সঙ্গে ইউপি টি-২০ লিগের ৬টি টিমের প্লেয়ারদের ড্রাফ্টের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। ৩০ অগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর অবধি চলবে এই টুর্নামেন্ট।
এক ঝলকে দেখে নিন আসন্ন ইউপি টি-২০ লিগের কিছু ড্রাফ্ট প্লেয়ার —