MS Dhoni: আচমকা পেয়েছিলেন ধোনির বিয়ের নিমন্ত্রণ, তারপর কী করেছিলেন রায়না?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 23, 2023 | 2:48 PM

Suresh Raina: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) খুব কাছের বন্ধু সুরেশ রায়না। তাঁদের বন্ধুত্বের কথা জানেন না, এমন ক্রিকেট প্রেমী খুবই কম পাওয়া যাবে। জাতীয় দলে একসঙ্গে খেলার পাশাপাশি আইপিএলে (IPL) সিএসকেতে (CSK) একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন ধোনি ও রায়না। তাঁদের বন্ধুত্ব এতটাই গাঢ় যে, ধোনি যে দিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, সেদিন অবসর নিয়েছিলেন রায়নাও।

MS Dhoni: আচমকা পেয়েছিলেন ধোনির বিয়ের নিমন্ত্রণ, তারপর কী করেছিলেন রায়না?
নিজের বিয়েতে কীভাবে সুরেশ রায়নাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ধোনি?

Follow Us

নয়াদিল্লি: একচল্লিশেও সুপার কুল মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাঁকে নিয়ে প্রতিনিয়ত আলোচনা চলে। তাঁর অনুরাগীরা এখনও তাঁকে বিরাট ভালোবাসেন। সেই ধোনিকে নিয়ে নিত্যনতুন আপডেট সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করে। সম্প্রতি ধোনিকে নিয়ে এক ভিডিয়ো ভাইরাল। যেখানে তাঁর অন্যতম কাছের বন্ধু সুরেশ রায়না (Suresh Raina) জানিয়েছেন, বছর ১৩ আগে কীভাবে ধোনি তাঁকে তাঁর বিয়ের জন্য নিমন্ত্রণ করেছিলেন। ২০১০ সালে লুকিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিরাট গোপনীয়তার সঙ্গে বিয়ে করেছিলেন সেই সময়ের টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। দেখতে দেখতে সাক্ষী সিং ধোনির সঙ্গে ১৩ বছর কাটিয়ে ফেলেছেন মাহি। তাঁদের বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেলেও, এখনও এই জুটিকে দেখলে মনে হয়, সদ্য প্রেমে পড়েছে।

‘MS Dhoni The Untold Story’ এই সিনেমার দৌলতে সারা বিশ্বের ধোনিপ্রেমীরা তাঁর প্রেমের গল্প জানেন। তাঁর ক্রিকেটার হয়ে ওঠার লড়াইয়ের গল্প জানেন। কিন্তু তাঁর বিয়ে নিয়ে খুব বেশি অনেকেই জানেন না। এ বার সুরেশ রায়না তেমনই এক গল্প শোনালেন। ২০১০ সালের ৪ জুলাই গাঁটছড়া বেঁধেছিলেন ধোনি ও সাক্ষী। ধোনির সেই সময়ের সতীর্থরাও তাঁর বিয়ের ব্যপারে বিন্দু বিসর্গ জানতেন না। দেরাদুনের এক রিসর্টে বিয়ে করেছিলেন ধোনি ও সাক্ষী। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের নিকট আত্মীয় ও তাঁদের বন্ধুরা। ধোনির বিয়েতে আমন্ত্রিত ব্যক্তিদের তালিকায় ছিলেন সুরেশ রায়না। ঠিক কীভাবে ধোনি তাঁকে বিয়ের জন্য নিমন্ত্রণ করেছিলেন, সেই গল্পই শুনিয়েছেন রায়না।

ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার কথায়, তিনি সেই সময় (২০১০ সালের জুলাইতে) ধোনিকে ফোন করেছিলেন। তিনি তখন রায়নাকে জিজ্ঞাসা করেন, ‘কোথায় আছো?’ রায়না জানান, তিনি লখনউতে রয়েছেন। এরপর ধোনি তাঁকে বলেন, ‘আমার বিয়ে। তুমি দেরাদুনে চলে এসো। লুকিয়ে আসবে। কাউকে জানাবে না। আমি তোমার অপেক্ষা করছি। আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই। নর্ম্যাল জামাকাপড় পরেই গিয়েছিলাম। ওখানে গিয়ে ধোনির বিয়েতে আমি ওর জামাকাপড় পরেছিলাম।’

Next Article