Suryakumar Yadav : সূর্যের ১০০ ছয়, চাহালকে পিছনে ফেললেন কুলদীপ; তৃতীয় টি ২০তে বড়সড় রেকর্ড

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 09, 2023 | 10:12 AM

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। সূর্যকুমার যাদবের সঙ্গে তিলক ভার্মা দলের হয়ে দারুণ ব্যাটিং করেছেন। দেখে নেওয়া যাক এই ম্যাচের রেকর্ডগুলি।

Suryakumar Yadav : সূর্যের ১০০ ছয়, চাহালকে পিছনে ফেললেন কুলদীপ; তৃতীয় টি ২০তে বড়সড় রেকর্ড

Follow Us

গায়ানা : পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি ২০ ম্যাচে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে ১৫৯ রানে আটকে দিয়েছিল মেন ইন ব্লু। এরপর সূর্যকুমার যাদব, তিলক ভার্মাদের ব্যাটে ১৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। টি২০ সিরিজে ভারতের এটি প্রথম জয়। ৫ ম্যাচের সিরিজে ভারতীয় দল এখনও ২-১ ব্যবধানে পিছিয়ে। এদিন সূর্যকুমার যাদব ৪৪ বলে ৮৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন। তিলক ভার্মা অপরাজিত থাকেন ৪৯ রানে। বল হাতে কুলদীপ যাদব নেন ৩ উইকেট। ম্যাচে বেশ কয়েকটি বড় রেকর্ড গড়া হয়েছে। কী সেগুলো? বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সূর্যকুমার যাদবের আন্তর্জাতিক টি ২০তে ১০০টি ছয়

ভারতীয় দলের বিধ্বংসী ব্যাটার সূর্যকুমার যাদব আন্তর্জাতিক টি২০তে ১০০ ছক্কা পূর্ণ করেছেন। এই ম্যাচে সূর্য ৪৪ বলে ৮৩ রানের ইনিংস খেলেন। সবচেয়ে কম ইনিংসে ১০০ ছয় হাঁকানো ভারতীয় ব্যাটার এখন সূর্য।

১২ বার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেলেন সূর্যকুমার

ভারতের হয়ে এটি ছিল সূর্যকুমার যাদবের ৫১তম ম্যাচ। দ্বাদশ বারের মতো প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন সূর্য। ১৪৮টি ম্যাচে রোহিতের ১২টি প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার রয়েছে। টি ২০তে ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বিরাট কোহলি। ১১৫টি ম্যাচে ১৫ বার।

৫০ উইকেট পূর্ণ কুলদীপ যাদবের

তৃতীয় টি ২০তে ভারতের একাদশে ফেরেন কুলদীপ যাদব। আন্তর্জাতিক টি ২০তে ৫০ উইকেট পূর্ণ করেছেন তিনি। নিজের বলেই ব্রেন্ডন কিংয়ের ক্যাচ নিয়ে ৫০টি উইকেটের অঙ্ক স্পর্শ করেছেন কুলদীপ। ২৮ বছর বয়সী কুলদীপের ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০তে অভিষেক হয়। ভারতের হয়ে সবচেয়ে কম ম্যাচে ৫০টি উইকেট নেওয়া বোলার এখন কুলদীপ যাদব। ৩০টি ম্যাচ খেলে এই কীর্তি গড়েছেন তিনি। এখনও পর্যন্ত এই রেকর্ড ছিল যুজবেন্দ্র চাহালের (৩৪ ম্যাচ) নামে। তালিকায় প্রথম দশ জন বোলারদের কথা বললে শুধুমাত্র শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিন্স (২৬) কুলদীপের চেয়ে কম ম্যাচ খেলে ৫০টি উইকেট নিয়েছেন।

সূর্যের রেকর্ড ছুঁলেন তিলক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচে তিলক ভার্মা ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। আন্তর্জাতিক টি ২০ কেরিয়ারের প্রথম তিন ইনিংসে ৩০-এর বেশি রান করেছেন। এক্ষেত্রে তিনি সূর্যকুমার যাদবের রেকর্ড ছুঁয়েছেন। তিন ইনিংসে পর সূর্যের সমান ১৩৯ রান করেছেন তিলক। তাঁদের আগে রয়েছেন দীপক হুডা। প্রথম তিন ইনিংসে ১৭২ রান রয়েছে তাঁর।

Next Article