IND vs AUS: অজিদের বিরুদ্ধে অভিষেক সূর্য-ভরতের, দলে নেই শুভমন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 09, 2023 | 12:39 PM

Suryakumar Yadav and KS Bharat: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ভারতীয় দলে জোড়া অভিষেক হল।

IND vs AUS: অজিদের বিরুদ্ধে অভিষেক সূর্য-ভরতের, দলে নেই শুভমন
IND vs AUS: অজিদের বিরুদ্ধে অভিষেক সূর্য-ভরতের, দলে নেই শুভমন
Image Credit source: Twitter

Follow Us

নাগপুর: অপেক্ষার অবসান। নাগপুরে আজ শুরু হচ্ছে বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। আজ জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয়েছে ভারতের মিডল অর্ডারের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। সঙ্গে টেস্ট ক্যাপ পেলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার কোনা শ্রীকর ভরত (KS Bharat)। টিম ইন্ডিয়ার একাদশে রয়েছে খানিক চমক। একাদশে নেই দুরন্ত ছন্দে থাকা শুভমন গিল। দলে ফিরেছেন চোট সারিয়ে ওঠা তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। বিস্তারিত জেনে নিন TV9Bangla– এই প্রতিবেদনে।

নাগপুরে টিম ইন্ডিয়ার মিস্টার ৩৬০ ডিগ্রি, সূর্যকুমার যাদবের হাতে টেস্ট ডেবিউ ক্যাপ তুলে দেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। অন্যদিকে কেএস ভরতের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা। ভারতীয় দলে একদিকে জোড়া অভিষেক হয়েছে, অন্যদিকে অজিদের হয়ে ডেবিউ করেছেন টড মরফি। তাঁর হাতে ব্যাগি গ্রিন তুলে নিয়েছেন অজি তারকা নাথান লিয়ঁ।

নাগপুর টেস্টে শ্রেয়স আইয়ারকে পাচ্ছে না ভারত। যে কারণে, তাঁর জায়গায় দুরন্ত ছন্দে থাকা শুভমন গিলকে না নিয়ে সূর্যকুমার যাদবে আস্থা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যার ফলে গিলকে না খেলানোয় আজ দেশের জার্সিতে টেস্ট অভিষেক হল স্কাইয়ের। আর ঋষভ পন্থের জায়গায় অজিদের বিরুদ্ধে উইকেটের পেছনে দাঁড়ানোর সুযোগ পেলেন কোনা শ্রীকর ভরত। গত বছরের শেষে ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। একাধিক চোট-আঘাত রয়েছে তাঁর। বিভিন্ন অস্ত্রোপচার হয়েছে পন্থের। তবে এখন তিনি ২২ গজে ফেরার মতো অবস্থায় নেই। যে কারণে, বর্ডার গাভাসকর ট্রফির জন্য ভারতীয় দলের কাছে কিপিংয়ের বিকল্প হিসেবে ছিলেন ঈশান কিষাণ ও কেএস ভরত। রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় ভরসা রাখলেন ভরতেই। জাতীয় দলের জার্সি চাপিয়ে টেস্ট খেলার সুযোগ পেলেন ভরত। স্কাই ও ভরত টেস্ট ডেবিউ ক্যাপ পাওয়ার সময় তাঁদের পরিবারের সদস্যরা নাগপুরে হাজির ছিলেন।

তবে এই প্রথম টেস্টে কেএস ভরত কিপিং করলেন এমনটা নয়। এর আগেও ভারতের জার্সিতে টেস্ট ম্যাচে খেলেছেন ভরত। আসলে ভরত এর আগে ২০২১ সালে কানপুরে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে ছিলেন। সেই টেস্টে খেলা বাংলার উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা তৃতীয় দিন ঘাড়ের ব্যথায় কারণে উইকেটকিপিং করতে পারেননি। তাই ঋদ্ধির পরিবর্ত হিসেবে নেমে কিপিং করেছিলেন ভরত। তবে সেই ম্যাচে ভারতের একাদশে ছিলেন না তিনি। যে কারণে ভারতের হয়ে সেই ম্যাচে অভিষেক হয়নি ভরতের।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কোনা শ্রীকর ভরত, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ম্যাট রেনশো, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, নাথান লিয়ঁ, টড মরফি।

Next Article