কলকাতা : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিত শর্মা ও বিরাট কোহলির অনুপস্থিতিতে সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দু’জনই খুব বাজেভাবে ফ্লপ হয়েছেন। ওডিআই বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১০ ম্যাচ বাকি। অথচ ভারতীয় দল এখনও রোডম্যাপ তৈরি করতে পারল না। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
২০২৩ ওডিআই বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দু’মাস বাকি। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলা ক্রিকেটের মহাযুদ্ধের আগে ভারতীয় দল সবচেয়ে বেশি ১০টি ওডিআই ম্যাচ খেলার সুযোগ পাবে। ঘরের মাঠে শিয়রে বিশ্বকাপ, অথচ ভারতীয় দলকে দেখে কোনওভাবেই প্রস্তুত বলে মনে হচ্ছে না। এখনও চলছে পরীক্ষা নিরীক্ষা। ব্যাটিং অর্ডার নিয়ে লাগাতার এক্সপেরিমেন্ট। বিশ্বকাপের আগে সেরা একাদশ বেছে নেওয়ার লক্ষ্যে নেমে মুখ থুবড়ে পড়েছে মেন ইন ব্লু। চলতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে কোচ রাহুল দ্রাবিড় নতুন নতুন ক্রিকেটারদের উপর পরীক্ষা চালাচ্ছেন। সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেলরা সুযোগের সদ্বব্যহার করতে পারেননি। ফলে বিশ্বকাপের স্কোয়াডে তাঁদের অন্তর্ভুক্তির সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।
টি-২০র সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। কুড়ি ওভারের ফরম্যাটে তাঁর ব্যাটে ঝড় ওঠে। কিন্তু ফরম্যাট বদলের সঙ্গে সূর্যের ব্যাটের তেজও স্তিমিত হয়ে এসেছে। ওডিআইতে বড় স্কোর গড়তে ব্যর্থ সূর্য। ঝুঁকি নিয়ে খেলতে বরাবরই ভালোবাসেন। কিন্তু এভাবে খেলতে গিয়ে বিশ্বকাপ স্কোয়াডে নিজের জায়গা নড়বড়ে করে ফেলেছেন। দ্বিতীয় ওডিআইতে বিরাট কোহলি ও রোহিত শর্মার পরিবর্তে একাদশে সুযোগ দেওয়া হয়েছিল সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেলকে। সঞ্জু ১৯ বল খরচ করে মাত্র ৯ রান তুলতে পেরেছিলেন। অক্ষরের অবদান ১। বাম ও ডানহাতি কম্বিনেশনের কথা মাথায় রেখে দু’জনকে তৃতীয় ও চতুর্থ নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল। অক্ষর বর্তমানে পুরদস্তুর অলরাউন্ডার হয়ে গিয়েছেন। চার নম্বরের জন্য আপাতত শ্রেয়স আইয়ারের সুস্থ হয়ে ওঠার অপেক্ষা।