গায়ানা: দীর্ঘদিন পর বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে দেখা গেল ভারতের মিস্টার ৩৬০ ডিগ্রিকে। সূর্যর তেজের সাক্ষী রইল গায়ানা। ওয়েস্ট ইন্ডিজেক বিরুদ্ধে (India vs West Indies) পর পর ২টো ম্যাচে হারার পর দারুণ জয় পেল ভারত। সেই সঙ্গে সিরিজে টিকে রইল মেন ইন ব্লু। ৫ ম্যাচের ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ (T20) সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে ক্যারিবিয়ানরা। নিকোলাস পুরানদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাট থামার নামই নিচ্ছিল না। তাঁর দাপুটে ইনিংসের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। ম্য়াচে তো বটেই ম্যাচের শেষেও সূর্যকুমার যাদবকে দেখা গিয়েছিল ফুরফুরে মেজাজে। ভক্তদের আবদার মেটাতে কখনও বলে, তো কখনও জার্সিতে অটোগ্রাফ দিলেন স্কাই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় সূর্যকুমার যাদবের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর সূর্য গ্যালারিতে থাকা ভক্তদের কখনও জার্সিতে, আবার কখনও বলের মধ্যে অটোগ্রাফ দিচ্ছেন। শুধু তাই নয়, এক বিশেষভাবে সক্ষম ভক্তকে সূর্য জার্সিও উপহার দিয়েছেন। হুইলচেয়ারে বসে থাকা ওই ভক্ত সূর্যর সঙ্গে পোজ দিয়ে ছবিও তোলেন। স্কাইয়ের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়ায় তাঁর মুখে ছিল এক অমলিন হাসি।
The fans in Guyana witnessed a SKY special in the 3rd #WIvIND T20I ?
Not much later, they got to meet the Player of the match @surya_14kumar himself ?? #TeamIndia pic.twitter.com/xE6pKGtBgD
— BCCI (@BCCI) August 9, 2023
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে সূর্যর পারফরম্যান্স নিয়ে বলতে গেলে – ভারতের ইনিংসের তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। ১২.৪ ওভার অবধি ক্রিজে ছিলেন। ৪৪ বল খেলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়ে যান সূর্যকুমার। এই ইনিংস স্কাই সাজিয়েছিলেন ১০টি চার ও ৪টি ছয় দিয়ে। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৮.৬৩। ম্যাচের সেরার পুরস্কার গিয়েছে তাঁর ঝুলিতে।