নয়াদিল্লি: ওডিআইতে (ODI) রান করাটা এখনও তিনি পুরোপুরি রপ্ত করতে পারেননি। এ কথা মানতে দ্বিধা নেই সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। শিয়রে এশিয়া কাপ। তারপরই দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023)। ভারতীয় শিবিরের বিরাট মাথাব্যাথার জায়গা দলের ৪ নম্বর পজিশন। সম্প্রতি সূর্যকে ৪ নম্বরে খেলানো হয়েছিল। তাতে সমস্যার সম্মুখীন হয়েছিলেন সূর্যকুমার। টি-২০ ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটার স্কাই। আইপিএলে তিনি মুম্বইয়ের জার্সিতে অত্যন্ত সফল। তবে ওডিআইতে তাঁর পারফরম্যান্স এখনও নজরকাড়া নয়। ওডিআইতে সফল হওয়ার জন্য মরিয়া সূর্যকুমার। এ বার তিনি নিচ্ছেন কাদের পরামর্শ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সম্প্রতি ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, ওডিআই ফর্ম্যাটে উন্নতি করার জন্য অনেকের থেকে পরামর্শ নিচ্ছেন সূর্যকুমার যাদব। তা থেকেই পরিষ্কার স্কাই ৫০ ওভারের ফর্ম্যাটে নিজের খেলাকে উন্নত করতে চাইছেন। তাঁর জন্য বিরাট-রোহিতদের পরামর্শ নিচ্ছেন স্কাই। সম্প্রতি তিনি বলেন, ‘ওডিআই ফর্ম্যাটে ভারসাম্য ভীষণ গুরুত্বপূর্ণ। যে কারণে আমি আরও বেশি অনুশীলন করছি। রাহুল (দ্রাবিড়) স্যার, রোহিত ভাই এবং বিরাট ভাইয়ের সঙ্গে আলোচনা করছি। পরামর্শ নিচ্ছি ওদের। আশাবাদী শীঘ্রই ওডিআইতে বড় রানের মুখ দেখব।’
সূর্যকুমারকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৬ নম্বরে খেলানো হয়েছিল। আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে রয়েছেন শ্রেয়স আইয়ার। ৪ নম্বরে সম্ভবত খেলানো হবে শ্রেয়সকে। তেমনটা হলে সূর্যকুমার নতুন দায়িত্ব পাবেন। স্কাই বলেন, ‘যে ভূমিকা দেওয়া হোক না কেন আমাকে, সেটা পালন করার চেষ্টা করব। আর যদি ভূমিকা বদলেও যায়, তাতেও আমি রাজি। কিন্তু ওডিআইতে ভালো খেলার জন্য আমি মরিয়া।’
সাদা বলে শুধু টি-২০ ফর্ম্যাটেই নয়, ওডিআইতেও রাজ করতে চান স্কাই। আর সেটা করার জন্য কঠোর পরিশ্রমও করছেন মুম্বইয়ের ব্যাটার। আসন্ন এশিয়া কাপে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন স্কাই। সফল হলে, মিলতে পারে ওডিআই বিশ্বকাপের স্কোয়াডে এন্ট্রি। আর এশিয়া কাপে ব্যর্থ হলে, সূর্যর বিশ্বকাপে খেলার স্বপ্নে ছড়িয়ে যাবে কাঁটা। ভারতীয় ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি এ বার ৫০ ওভারের ক্রিকেটে কেমন পারফর্ম করেন, সেটাই দেখার।