Suryakumar Yadav : যুক্তরাজ্যের ভিসা প্রস্তুত রাখার নির্দেশ, বাজবল মেজাজের জন্যই কি দলে স্কাই?

WTC Final 2023 থেকে ছিটকে গিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল (KL Rahul)। তিনি নিজেই এই খবর জানিয়েছেন। তারপর থেকে শোনা যাচ্ছে, বিশ্ব টেস্ট ফাইনালে তাঁর বদলি হিসেবে লন্ডনে ভারতীয় দলের সঙ্গে যাচ্ছেন টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

Suryakumar Yadav : যুক্তরাজ্যের ভিসা প্রস্তুত রাখার নির্দেশ, বাজবল মেজাজের জন্যই কি দলে স্কাই?
যুক্তরাজ্যের ভিসা প্রস্তুত রাখার নির্দেশ, WTC ফাইনালে রাহুলের বদলি কি স্কাই?

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 05, 2023 | 11:39 PM

নয়াদিল্লি : ১৬তম আইপিএল (IPL 2023) শেষ হতে না হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) ঢাকে কাঠি। ৭-১১ জুন অবধি ওভালে হবে বিশ্ব টেস্ট ফাইনাল। ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেও ট্রফি জোটেনি ভারতের কপালে। এ বার ফের এই অধরা মাধুরী লাভের লক্ষ্যে নামতে চলেছে রোহিত শর্মার ভারত। বিশ্ব টেস্ট ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কয়েকদিন আগে বিসিসিআইয়ের পক্ষ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তাতে জায়গা পাননি ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সূত্রের খবর অনুযায়ী, স্কাইকে স্ট্যান্ডবাই হিসেবে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। কোনও ক্রিকেটার চোট পেলে বিশ্ব টেস্ট ফাইনালে খেলার সুযোগ পেতে পারেন সূর্য। ক্রিকেটমহলে অনেকেই বলছেন, লোকেশ রাহুল (KL Rahul) যেহেতু বিশ্ব টেস্ট ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন, তাই তাঁর জায়গা নিতে পারেন সূর্যকুমার যাদব। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, অফিসিয়ালি কিছু চূড়ান্ত হয়নি। তবে সূর্যকুমার যাদবকে যুক্তরাজ্যের ভিসা তৈরি রাখতে বলা হয়েছে। আজ, শুক্রবার নিজের ইন্সটাগ্রামে লোকেশ রাহুল জানিয়ে দিয়েছেন শীঘ্রই তাঁর থাইয়ের সার্জারি হবে। রাহুলের বদলে হয়তো ভারতের একাদশে সুযোগ পেতে পারেন সূর্যকুমার যাদব। প্রসঙ্গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য স্ট্যান্ডবাই হিসেবে বিসিসিআই ইতিমধ্যেই বেছে নিয়েছে সরফরাজ খান, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, মুকেশ কুমার ও নভদীপ সাইনিকে।

প্রসঙ্গত, এখনও অবধি ১টি টেস্টে খেলেছেন সূর্যকুমার যাদব। টি-২০, ওডিআই তো বটেই, প্রথম শ্রেণির ক্রিকেটেও সূর্যকুমার যাদব খেলেন বিধ্বংসী মেজাজে। রঞ্জি ট্রফির শেষ মরসুমে কয়েকটি ম্যাচে খেলেছিলেন স্কাই। সেখানেও তাঁর বিধ্বংসী মেজাজটাই ধরা পড়ে। ফলে সূর্যকুমার যাদবকে দলে রাখা মানে চাপের মুখে তাঁর ব্যাটে ক্যামিও ইনিংসের দেখা মিলতেই পারে। ব্রেন্ডন ম্যাকালাম কোচ, বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর ইংল্যান্ড যে আগ্রাসী মেজাজে টেস্ট ক্রিকেট খেলে স্কাইয়ের খেলার ধরণ তেমনই। ইংল্যান্ডের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হয়তো ভারতের বড় অস্ত্র হতে পারে স্কাইয়ের এই খেলার ধরণ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের স্কোয়াড – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, লোকেশ রাহুল, শ্রীকার ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।