Suryakumar Yadav : ‘ভাগ্যের জোরে এশিয়া কাপে জায়গা পেয়েছে!’ সূর্যকুমারকে নিয়ে অপমানজনক মন্তব্য
"ভাগ্য ভালো যে এশিয়া কাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন।" ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা হওয়ার পর সূর্যকুমার যাদবকে নিয়ে এমনই মন্তব্য প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টম মুডির।
মুম্বই : আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সোমবার দুপুর নাগাদ ঘোষিত ১৭ সদস্যের এশিয়া কাপ স্কোয়াডে রয়েছেন সূর্যকুমার যাদব। ৫০ ওভারের ফরম্যাটে সূর্যকুমারের (Suryakumar Yadav) পারফরম্যান্স তলানিতে। শেষ ক্যারিবিয়ান সফরে ওডিআই সিরিজে তাঁর পারফরম্যান্স সমালোচনার জন্ম দিয়েছিল। অথচ পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে ম্যাচ জেতানো ইনিংস খেলেন। কুড়ি বিশে ফর্ম ফিরে পেয়ে নিজেই নিজের ওডিআই পরিসংখ্যানকে জঘন্য বলেছিলেন মুম্বইয়ের ব্যাটার। একইসঙ্গে ক্যাপ্টেন রোহিত শর্মার দেওয়া পরামর্শ অনুযায়ী ওডিআইতে পারফরম্যান্স শুধরে নেওয়ার কথা বলেন। যদিও এশিয়া কাপের দল ঘোষণা আগে অনেকের অনুমান ছিল, সূর্যকুমার ৬ দলের টুর্নামেন্ট থেকে বাদ পড়বেন। ওডিআই ফরম্যাটে খারাপ পরিসংখ্যান সত্ত্বেও এশিয়া কাপ টিমে বহাল তবিয়তে রয়েছেন সূর্য। যা দেখে প্রাক্তন অজি ক্রিকেটার টম মুডি বলেছেন, “ভাগ্যের জোরে ও এশিয়া কাপে সুযোগ পেয়েছে।” বিস্তারিত TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
২০২৩ সালে ১০টি ওডিআই ম্যাচে সূর্যকুমারের রান সংগ্রহ মোটে ১৪! এমন পারফরম্যান্সের পরও এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াডে রয়েছেন তিনি। ভারতের এশিয়া কাপ টিম নিয়ে স্টার স্পোর্টসের আলোচনায় টম মুডি বলেন, “এই দলের মধ্যে সবচেয়ে লাকি ক্রিকেটার হলেন সূর্যকুমার যাদব। আমি জানি ও এমন একজন ক্রিকেটার যার ব্যাটিং দেখতে সবাই ভালোবাসে। তবে ৫০ ওভারের ফরম্যাটে ওর নিজেকে প্রমাণ করা এখনও বাকি। ২০টির বেশি ম্যাচ খেলে ফেলেছে অথচ রান সংখ্যা খুবই সামান্য। ৫০ ওভারের ফরম্যাট টি ২০ থেকে একেবারেই আলাদা। আমার মনে হয় ওকে লাস্ট মিনিটে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
নিঃসন্দেহে টি ২০তে সূর্য একজন ম্যাচ জেতানো ব্যাটার। কিন্তু ওডিআইতে পুরোপুরি উল্টো। লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারদের অনুপস্থিতিতে ওডিআইতে খেলার যথেষ্ট সুযোগ পেয়েছেন। ২৬টি ম্যাচে সূর্যকুমার যাদব ২৩.৬০ গড়ে ৫১১ রান করেছেন। চার নম্বর পজিশনে তাঁকে খেলিয়ে সুবিধে করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। টানা ব্য়র্থ হলেও সূর্যের পাশে রয়েছেন কোচ রাহুল দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত শর্মা। ক্যারিবিয়ান সফরের ব্যর্থতা সত্ত্বেও এশিয়া কাপে সুযোগ পেতে অসুবিধে হয়নি তাঁর। তবে সূর্যকুমারকে এই সুযোগ কাজে লাগাতে হবে। এটাই সময় ঘরের মাঠে বিশ্বকাপে নিজের জায়গা পাকা করার।