Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suryakumar Yadav: গত কয়েক সপ্তাহ স্বপ্নের মতো… ভক্তদের খোলা চিঠি নতুন নেতা সূর্যকুমারের

সূর্যকুমার যাদব ভারতের টি-২০ ক্যাপ্টেন হিসেবে নতুন দায়িত্ব পালন করার আগে বেশ উত্তেজিতও। এ বার ভক্তদের ধন্যবাদ জানাতে তিনি একটি ইন্সটাগ্রাম পোস্ট করেছেন। যা বলা যায় তাঁর ভক্তদের জন্য এক খোলা চিঠিও। টিম ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন কী লিখেছেন তাতে?

Suryakumar Yadav: গত কয়েক সপ্তাহ স্বপ্নের মতো... ভক্তদের খোলা চিঠি নতুন নেতা সূর্যকুমারের
Suryakumar Yadav: গত কয়েক সপ্তাহ স্বপ্নের মতো... ভক্তদের খোলা চিঠি নতুন নেতা সূর্যকুমারের
Follow Us:
| Updated on: Jul 20, 2024 | 1:01 PM

কলকাতা: ভারতীয় ক্রিকেট নতুন সূর্যোদয় হতে চলেছে। দিন দুয়েক আগে টিম ইন্ডিয়ার নতুন টি-২০ (T20) ক্যাপ্টেন হয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। স্বাভাবিক ভাবেই নতুন দায়িত্ব পেয়ে আপ্লুত স্কাই। শুধু তাই নয়। একইসঙ্গে আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় দুইয়ে থাকা সূর্য নতুন দায়িত্ব পালন করার আগে বেশ উত্তেজিতও। এ বার ভক্তদের ধন্যবাদ জানাতে তিনি একটি ইন্সটাগ্রাম পোস্ট করেছেন। যা বলা যায় তাঁর ভক্তদের জন্য এক খোলা চিঠিও। টিম ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন কী লিখেছেন তাতে?

ইন্সটাগ্রাম পোস্টে ভারতের নতুন ক্যাপ্টন সূর্যকুমার যাদব লেখেন, ‘তোমাদের সকলের ভালোবাসা, সমর্থন ও শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ। গত কয়েকটা সপ্তাহ স্বপ্নের চেয়ে কম কিছু ছিল না। এবং আমি সত্যিই কৃতজ্ঞ। দেশের হয়ে খেলা সব সময় সবচেয়ে বিশেষ অনুভূতি। যা আমি কখনও ভাষায় বর্ণনা করতে পারব না। নতুন ভূমিকা পালন করতে যাওয়া মানেই অনেক দায়িত্ব। আমি উত্তেজিত। আমি আপ্লুত। আশা করি আমি আবার আপনাদের সমর্থন পাব। এবং আশীর্বাদ পাব। ঈশ্বরের জন্যই সব পেয়েছি। ঈশ্বর মহান।’

ভারতের জার্সিতে এর আগে ৭টি টি-২০ ম্যাচে সূর্যকুমার যাদব নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ৫টিতে জিতেছিল ভারত এবং হার ২টিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজে তাঁর ক্যাপ্টেন্সি ডেবিউ হয়েছিল। ওডিআই বিশ্বকাপ ফাইনালের ৪ দিন পর ২৩ নভেম্বর ওই ম্যাচ ভারত জিতেছিল। এরপর তিনি দক্ষিণ আফ্রিকা সফরেও ভারতের টি-২০ নেতার দায়িত্ব পালন করেছিলেন। এ বার টি-২০ ক্যাপ্টেন হিসেবে তাঁর তৃতীয় অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কায়।