মুম্বই: বিশ্বকাপ ফাইনালের রেশ এখনও কাটেনি। এর মাঝেই নতুন নেতা বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। পুরো টুর্নামেন্টে অনবদ্য পারফরম্যান্স। ফেভারিট হিসেবেই নেমেছিল টিম ইন্ডিয়া। তবে টানা দশ ম্যাচ জয়ের হাসি উধাও হয়ে গিয়েছে। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছিল ভারত। এ বার টি-টোয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার শুরু পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে নতুন নেতা বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন নেই। তবে ওয়ান ডে ফরম্যাটে ভরসা দিতে ব্যর্থ সূর্যকুমার যাদব। বিশেষ করে বলতে হয় বিশ্বকাপ ফাইনালের কথা। চাপে মুহূর্তে নিজেকে মেলে ধরতে পারেননি। পুরো টুর্নামেন্টেও উল্লেখযোগ্য কোনও পারফরম্যান্স নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টি বিশাখাপত্তনমে। দ্বিতীয় ও তৃতীয় ম্য়াচ ২৬ ও ২৮ নভেম্বর, গুয়াহাটি ও তিরুবনন্তপূরমে।
সহঅধিনায়ক করা হয়েছে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়কে। তবে শেষ দুটি টি-টোয়েন্টিতে স্কোয়াডে আসবেন শ্রেয়স আইয়ার। সেই দুই ম্যাচে সহ অধিনায়ক শ্রেয়স। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি রায়পুর, বেঙ্গালুরুতে। ডিসেম্বরের ১ ও ৩ তারিখ শেষ দুটি টি-টোয়েন্টি। ঘোষিত স্কোয়াড-সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), ঈশান কিষাণ, যশস্বী জসওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, আবেশ খান, মুকেশ কুমার।