Prithvi Shaw: ভারতীয় ক্রিকেটে অস্তিত্ব সঙ্কটে, আইকন প্লেয়ার হিসেবে ফিরছেন পৃথ্বী শ!

Prithvi Shaw-Indian Cricket: এমন একটা সময় এসেছে সেই পৃথ্বী জাতীয় দলেও সুযোগ পাচ্ছেন না। এমনকি ঘরোয়া ক্রিকেটেও সুযোগের অভাব। এ বছর আবার আইপিএলেও আনসোল্ড তিনি। সেই পৃথ্বী শ এবার মুম্বই প্রিমিয়ার লিগের আইকন প্লেয়ার।

Prithvi Shaw: ভারতীয় ক্রিকেটে অস্তিত্ব সঙ্কটে, আইকন প্লেয়ার হিসেবে ফিরছেন পৃথ্বী শ!
Image Credit source: PTI FILE

Apr 29, 2025 | 12:07 AM

ভারতীয় ক্রিকেটে একটা সময় তাঁকে বলা হত নেক্সট বিগ থিং। ২০১৮ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। পৃথ্বী শ-এর ক্যাপ্টেন্সিতেই চ্যাম্পিয়ন ভারত। সেই বিশ্বকাপজয়ী টিমে শুভমন গিল, রিয়ান পরাগের মতো অনেকেই ছিলেন। একসময় তাঁকে পরবর্তী সচিন তেন্ডুলকরও বলা হত। কিন্তু আসতে আসতে হারিয়ে যেতে থাকেন পৃথ্বী শ। এমন একটা সময় এসেছে সেই পৃথ্বী জাতীয় দলেও সুযোগ পাচ্ছেন না। এমনকি ঘরোয়া ক্রিকেটেও সুযোগের অভাব। এ বছর আবার আইপিএলেও আনসোল্ড তিনি। সেই পৃথ্বী শ এবার মুম্বই প্রিমিয়ার লিগের আইকন প্লেয়ার।

ছ’বছর পর ফিরতে চলেছে মুম্বই প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগ। এর আগে মুম্বই প্রিমিয়ার লিগের ২টি মরসুম হয়েছে। ছ’বছর বন্ধ থাকার পর ২৬ মে থেকে শুরু হতে চলেছে এর তৃতীয় মরসুম। ২০১৯ সালের দ্বিতীয় সংস্করণের মতো এই লিগে আটটি দল থাকবে। আট দলের চূড়ান্ত করা আটজন আইকন ক্রিকেটার হলেন সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, অজিঙ্ক রাহানে, শার্দুল ঠাকুর, শিবম দুবে, তুষার দেশপাণ্ডে, পৃথ্বী শ এবং তনুষ কোটিয়ান। প্রতিটি আইকন খেলোয়াড়ের জন্য ১৫-২০ লক্ষ টাকা করে নিশ্চিত করা হয়েছে। আইকন খেলোয়াড় সহ, একটি দলের নিলামের জন্য মোট ১ কোটি টাকা নিশ্চিত করা হয়েছে। সর্বোচ্চ ১৮ জন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা যাবে। নিলামটি অনুষ্ঠিত হবে ৭ মে। নিলামে মোট ২৪০ জন খেলোয়াড়কে নেওয়া হবে।

আইপিএলের মাঝে চোটের কারণে ঋতুরাজ চেন্নাই দল থেকে ছিটকে যান। এরপর প্রাক্তন কিংবদন্তি কৃষ্ণমাচারি শ্রীকান্ত পৃথ্বীকে সুযোগ দেওয়ার কথা বলেন। কিন্তু তাঁকে নেয়নি চেন্নাই সুপার কিংস। বরং তরুণ ক্রিকেটার আয়ুষ মাহত্রেকে নেয় চেন্নাই। ভারতীয় ক্রিকেটে পৃথ্বীর অস্তিত্ব সংকটে। এই অবস্থায় দাঁড়িয়ে মুম্বই প্রিমিয়ার লিগে তাঁর প্রত্যাবর্তন, তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। এবার মুম্বই প্রিমিয়ার লিগে আইকন প্লেয়ার হিসেবে দেখা যাবে পৃথ্বীকে। মুম্বই প্রিমিয়ার লিগে যদি দুর্দান্ত পারফর্ম্য়ান্স করতে পারেন তবে জাতীয় দলের সিলেক্টরদের চোখেও পড়তে পারেন।