কলকাতা: মাঠে নামলেই কি সেঞ্চুরি করেন? সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই প্রশ্নই উঠে গেল। উর্ভিল প্যাটেল কয়েক দিন আগেই ২৮ বলে টি-টোয়েন্টি সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন। গুজরাটের এই ছেলে আবার নতুন কাণ্ড ঘটিয়ে বসলেন। এ বারও তাঁর ব্যাটে উঠল ঝড়। উর্ভিল ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল উত্তরাখণ্ড। প্রতিপক্ষের হার নিয়ে তেমন আলোচনা নেই। যত চর্চা উর্ভিলকে নিয়েই।
উত্তরাখণ্ডের বিরুদ্ধে এ বার ৩৬ বলে সেঞ্চুরি করেছেন উর্ভিল। শেষ পর্যন্ত ৪১ বলে ১১৫ নট আউট থেকে যান উর্ভিল। মেরেছেন ৮টা চার ও ১১টা বল হারানো ছক্কা। এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয় সেঞ্চুরি। সেই সঙ্গে অবিশ্বাস্য রেকর্ডও করে ফেললেন। ৪০ বল বা তার কমে টি-টোয়েন্টি ক্রিকেটে আর কেউ এর আগে সেঞ্চুরি করেননি। উত্তরাখণ্ড ১৮৩ রানের লক্ষ্য দিয়েছিল গুজরাটকে। কিন্তু উর্ভিলের এমন ঝড়ের দাপটে মাত্র ১৩.১ ওভারেই ম্যাচ জিতে নেয় গুজরাট। ৪১ বল বাকি থাকতে এই জয়ের নায়ক একা উর্ভিলই।
উত্তরাখণ্ড কিন্তু ম্যাচের শুরুটা অন্য ভাবেই করেছিল। অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোইয়ের মতো বোলার থাকা সত্ত্বেও উত্তরাখণ্ড পাত্তা দেয়নি। তাঁরা যথেচ্চ রানও খরচ করেছেন। কিন্তু ব্যাট করতে নামার পর ছবিই পাল্টে যায়। উর্ভিল একাই সেঞ্চুরি করেন। ১৮৫-২ জয়ে বাকিদের আর তেমন অবদান নেই। আর্য দেশাই, অভিষেক দেশাই তেমন রান পাননি। চার নম্বরে নেমে অক্ষর ১৮ বলে ২৮ করে নট আউট থেকে যান।