সালেম : ওয়াংখেড়েতে কিংবদন্তি সুনীল গাভাসকরের নামে স্ট্যান্ড রয়েছে। একইসঙ্গে রয়েছে কিংবদন্তি সচিন তেন্ডুলকরেরও নামেও স্ট্যান্ড। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে রয়েছে বিরাট কোহলির নামেও স্ট্যান্ড। সচিন-বিরাটদের নামে স্ট্যান্ড তো রয়েছে, কিন্তু স্টেডিয়াম নেই। এ বার নিজের নামে ক্রিকেট স্টেডিয়াম বানালেন ভারতের এক ক্রিকেটার। নিজের শহর তামিলনাড়ুর সালেম জেলার চিন্নাপ্পামপট্টিতে এক ক্রিকেট স্টেডিয়াম বানালেন তারকা বোলার টি নটরাজন (T Natarajan)। সেই ক্রিকেট স্টেডিয়ামের নাম রেখেছেন ‘নটরাজন ক্রিকেট গ্রাউন্ড’ (Natarajan cricket ground)। ওই ক্রিকেট স্টেডিয়ামের শুভ উদ্বোধন হয়ে গেল। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
নটরাজন ক্রিকেট গ্রাউন্ডের শুভ উদ্বোধন করলেন ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক। ওই ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ফিতে কাটেন কার্তিক। নটরাজনের এই উদ্যোগকে শুভেচ্ছা জানান ডিকে। একইসঙ্গে কার্তিক জানান, যে ভাবে নটরাজন নিজের অর্থ খরচ করে তাঁর গ্রামে ক্রিকেট স্টেডিয়াম বানিয়েছেন তাতে তাঁর গ্রামের অনেক তরুণ ক্রিকেটারের সাহায্য হবে। তিনি আশাবাদী ওই ক্রিকেট স্টেডিয়াম থেকে নতুন ক্রিকেটাররা উঠে আসবে।
দীনেশ ক্রিকেটার ছাড়াও টি নটরাজনের এই ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর। চেন্নাইয়ের ক্রিকেটার সাই কিশোরকেও উপস্থিত ছিলেন নটরাজনের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনী অনুষ্ঠানেয একইসঙ্গে সেখানে হাজির হয়েছিলেন তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পি অশোক সিগামানি। সালেমের এসপি আর শিবকুমার। নটরাজন ওই উদ্বোধনী অনুষ্ঠানে জানান, তাঁর ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি বাচ্চাদের ক্রিকেট শেখাবেন। একইসঙ্গে তরুণ ক্রিকেটারদের খুঁজে বের করে কোচিং করাতেও তিনি আগ্রহী। উল্লেখ্য, নটরাজন ক্রিকেট গ্রাউন্ডে রয়েছে ৪টি পিচ, একটি জিম, একটি ক্যান্টিন এবং একটি মিনি গ্যালারি। ওই মিনি গ্যালারিতে রয়েছে ১০০টি বসার আসন।