মেলবোর্ন : টি-টোয়েন্টি (T20 World Cup 2022) বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। কিন্তু তার আঁচ এখনও সে ভাবে বোঝা যাচ্ছে না। হবেই বা কী করে! অপেক্ষা ২৩ অক্টোবরের। তারিখ হিসেবে লিখলে অনেকগুলো দিন মনে হতে পারে। আগামী রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ। তার আগের দিন শুরু হবে সুপার ১২ পর্ব। তবে বলা যেতে পারে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই যেন বিশ্বকাপের আসল উত্তাপ শুরু হবে। কিন্তু এখানেই সংশয়। ম্যাচ আদৌ হবে তো! গত টি২০ বিশ্বকাপেও প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারত। যে কোনও ফরম্যাটেই বিশ্বকাপের মঞ্চে প্রথম হার হজম করেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। এ বারও ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধেই। পরিসংখ্যান বদল এবং বদলার ম্যাচও। তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের সব আশায় ‘জল’ ঢেলে দিতে পারে প্রকৃতি (T20 WC weather forecast)। কেন এমন আশঙ্কা? তারই জানান দিচ্ছে TV9Bangla।
ভারত, পাকিস্তান দু-দলই মুখিয়ে রয়েছে এই ম্যাচের জন্য। সমর্থকরা আরও বেশি। ভারতীয় সমর্থকদের কাছে বদলার ম্যাচ। পাকিস্তানের কাছে পুনরাবৃত্তির। কয়েক মাস আগেই এশিয়া কাপে দু-বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ভারত ফাইনালে উঠলে আরও একটা হাইভোল্টেজ ম্যাচের স্বাদ পাওয়া যেত। তখন থেকেই অপেক্ষা টি-টোয়েন্টি বিশ্বকাপের। কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অফ মেট্রোলজি অন্যরকম আভাস দিচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস খুবই হতাশার। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, মেলবোর্নে ম্যাচের সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। সঙ্গে ১৫-২৫ কিমি/ঘণ্টায় হাওয়াও বইতে পারে। পূর্বাভাস সত্যি হলে ম্যাচ ভেস্তে যাবে।
শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয়, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ নিয়েও আশঙ্কা রয়েছে। সেই ম্যাচটি সিডনিতে। সেখানকার পূর্বাভাসে রয়েছে, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। বুধবার ব্রিসবেনে বৃষ্টির জেরে ওয়ার্ম আপ ম্যাচগুলি ভেস্তে গিয়েছে। এর মধ্যে ছিল ভারত-নিউজিল্যান্ড ওয়ার্ম আপ ম্যাচও। বিশ্বকাপের সুপার ১২ পর্বে কোনও রিজার্ভ ডে নেই। সেমিফাইনাল কিংবা ফাইনালে বৃষ্টির ভ্রুকুটি থাকলে তবু সামান্য আশা থাকবে পরদিন ম্যাচ সম্পূর্ণ করার। কিন্তু এ ক্ষেত্রে তা নেই। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গেলে ক্রিকেট প্রেমীদের হতাশার পাশাপাশি বিশাল ক্ষতির মুখেও পড়বে আইসিসি। ভারত-পাকিস্তান ম্যাচ থেকে যে আয় সম্ভব, তা অন্য ম্যাচ দিয়ে ভরাট করা কঠিন।