
দুবাই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর (Super 12) চতুর্থ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে তেম্বা বাভুমার (South Africa) দক্ষিণ আফ্রিকা ও কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। সুপার টুয়েলভের মেগা ম্যাচে জয়ে ফিরতে মুখিয়ে দুই দলই। গত বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ তো আবার রানার্স আপ ইংল্যান্ডের (England) কাছে প্রথম ম্যাচেই ৫৫ রানে অল আউট হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকাও সুবিধে করতে পারেনি অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে। ২০ ওভারে ১১৮ রান করেছিল প্রোটিয়া শিবির। হারের ধাক্কা কাটানোইটাই আজ চ্যালেঞ্জ ক্যারিবিয়ান আর প্রোটিয়াদের কাছে।
দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) হবে।
দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?
দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে। ম্যাচের আগে ৩টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।