NZ vs IRE: আইরিশদের হারিয়ে সেমিফাইনালের পথে কিউয়িরা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Nov 04, 2022 | 3:38 PM

৮ ওভার পর্যন্ত আয়ারল্যান্ডের উইকেট ফেলতে পারেননি ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা। জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। তাতেই আয়ারল্যান্ডের হাত থেকে বেরিয়ে গেল ম্যাচ।

NZ vs IRE: আইরিশদের হারিয়ে সেমিফাইনালের পথে কিউয়িরা
Image Credit source: Twitter

Follow Us

অ্যাডিলেড: ম্যাচ জেতার জন্য ১৮৫ রানের বড়সড় টার্গেট তাড়া করতে হত আয়ারল্যান্ডকে (NZ vs IRE)। নিউজিল্যান্ড শিবিরে আতঙ্ক বাড়াচ্ছিলেন আইরিশদের ওপেনিং জুটি পল স্টার্লিং এবং অ্যান্ড্রু বলবির্নি। ৮ ওভার পর্যন্ত আয়ারল্যান্ডের উইকেট ফেলতে পারেননি ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা। জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। তাতেই আয়ারল্যান্ডের হাত থেকে বেরিয়ে গেল ম্যাচ। রান তাড়া করতে নেমে দুরন্ত সূচনা করলেও আইরিশরা ১৫০ রানে আটকে যায়। ৩৫ রানে হেরে শেষ হয়ে গেল টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) আয়ারল্যান্ডের স্বপ্নের দৌড়। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা ৯৯ শতাংশ নিশ্চিত কিউয়িদের। অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানের ম্যাচ চলছে। ম্যাচটি অজিরা বিশাল বড় ব্যবধানে জিততে পারলে নেট রান রেটে উন্নতি হবে তাদের। সেক্ষেত্রে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডকে। আর অস্ট্রেলিয়া ম্যাচ হেরে গেলে বা কম রানের ব্যবধানে জিতলে কিউয়িদের সেমিতে ওঠা পাকা। TV9 bangla-র এই প্রতিবেদনে পড়ে নিন পুরো ম্যাচ রিপোর্ট।

নিউজিল্যান্ডের ইনিংসের সময় সব আলো কেড়ে নেন আইরিশদের বাঁ হাতি পেসার জোসুয়া লিটল। ২৩ বছরের লিটল আইরিশদের হয়ে হ্যাটট্রিকের বড় কারনামা করে দেখালেন। ১৯তম ওভারে পর পর তিন বলে ফিরিয়ে দেন কেন উইলিয়ামসন, জিমি নিশাম ও মিচেল স্যান্টনারকে। এ বারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছিলেন কার্তিক মেয়াপ্পন। তবে সুপার টুয়েলভে এটাই প্রথম হ্যাটট্রিক। টি-২০ বিশ্বকাপের ইতিহাস ধরলে এটা ষষ্ঠতম হ্যাটট্রিক। জোসুয়া ঝড় আছড়ে পড়ার আগেই অবশ্য আইরিশদের চ্যালেঞ্জ দেওয়ার মতো যাবতীয় রান সংগ্রহ করে নিয়েছিল নিউজিল্যান্ড। দুই ওপেনার ফিন অ্যালন এবং ডেভন কনওয়ে ৫২ রানে পার্টনারশিপ গড়েন। সর্বাধিক ৩৫ বলে ৬১ রান কেন উইলিয়ামসনের। টুর্নামেন্টে উইলিয়ামসনের ব্যাট এতদিন নীরব ছিল। সেমির পথে পা বাড়ানো দলের হয়ে কেনের ব্যাটে বড় রানের প্রয়োজন রয়েছে। সেমিফাইনালের লড়াইয়ের আগেই রানে ফিরলেন কেন। কিউয়িদের হয়ে বড় স্বস্তি। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে নিউজিল্যান্ড।

ম্যাচ জেতার জন্য ১৮৫ রানের বড়সড় টার্গেট তাড়া করতে হত আয়ারল্যান্ডকে। নিউজিল্যান্ড শিবিরে আতঙ্ক বাড়াচ্ছিলেন আইরিশদের ওপেনিং জুটি পল স্টার্লিং এবং অ্যান্ড্রু বলবির্নি। ৮ ওভার পর্যন্ত আয়ারল্যান্ডের উইকেট ফেলতে পারেননি ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা। জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। তাতেই আয়ারল্যান্ডের হাত থেকে বেরিয়ে গেল ম্যাচ। রান তাড়া করতে নেমে দুরন্ত সূচনা করলেও আইরিশরা ১৫০ রানে আটকে যায়। ৩৫ রানে হেরে শেষ হয়ে গেল টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের স্বপ্নের দৌড়। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা ৯৯ শতাংশ নিশ্চিত কিউয়িদের।

৮.১ ওভারে অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নির উইকেট পড়ার পর ধস নামে আইরিশদের ব্যাটিং অর্ডারে। ইস সোধি, মিচের স্যান্টনাররা আইরিশদের টপ অর্ডারকে ফেরান। মিডল অর্ডারে ধস নামান লকি ফার্গুসন, টিম সাউদিরা। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রানে থমকে যায় আয়ারাল্যান্ড। এরই সঙ্গে আইরিশদের সেমির স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গিয়েছে।

Next Article