T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই ভারত-পাকিস্তান, প্রকাশ হল সূচি

T20 World Cup 2026: টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তারই সূচি প্রকাশ করা হল। ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। এখন থেকেই যেন অপেক্ষা শুরু।

T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই ভারত-পাকিস্তান, প্রকাশ হল সূচি
Image Credit source: Matthew Lewis-ICC/ICC via Getty Images

Jun 18, 2025 | 3:59 PM

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার সূচি প্রকাশ্যে আনল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। এ বছর রয়েছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। যদিও হাইব্রিড মডেলেই খেলা হবে। ভারত-পাকিস্তান ম্যাচ হবে কলম্বোয়। আগামী বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তারই সূচি প্রকাশ করা হল। ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। এখন থেকেই যেন অপেক্ষা শুরু।

মেয়েদের ক্রিকেটে সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপও বলা যায়। ১২টি দেশ অংশ নেবে। টুর্নামেন্ট শুরু ১২ জুন। ফাইনাল ৫ জুলাই। সব মিলিয়ে ৩৩টি ম্যাচ। ২৪ দিনের টুর্নামেন্ট। ম্যাচগুলি হবে ইংল্যান্ডের সাতটি ভেনুতে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে আয়োজক ইংল্যান্ড। ১২ জুন উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আসল নজর অবশ্য ১৪ জুনের দিকে।

আগামী বছর ১৪ জুন এজবাস্টনে পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। এজবাস্টন ছাড়াও ম্যাচ হবে হ্যাম্পশায়ার, হেডিংলি, ওল্ড ট্র্যাফোর্ড, ওভাল, ব্রিস্টল এবং আইকনিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। সেমিফাইনাল ম্যাচ দুটি লন্ডনের ওভালে এবং ফাইনাল লর্ডসে।

ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে ছ-বারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া, গত বারের রানার্স দক্ষিণ আফ্রিকা, এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দুটি দল। দুটি গ্রুপ। ৬ দলের মধ্যে রাউন্ড রবিন ভিত্তিতে খেলা। গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে জায়গা করে নেবে।