Sanju Samson: নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপ! ‘অলরাউন্ডার’ হওয়ার চেষ্টায় সঞ্জু স্যামসন
ICC MEN’S T20 WC 2024: রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে বাংলার বিরুদ্ধে নেমেছিল কেরল। বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ ব্যাট হাতে দুর্দান্ত লড়াই করলেও হার বাঁচাতে পারেননি। কেরলের বোলিং বিভাগ দুর্দান্ত পারফর্ম করেছে। আলাদা করে বলতে হয় জলজ সাক্সেনার কথা। ব্যাট হাতে দু-ইনিংসেই অবদান রেখেছেন। তেমনই বল হাতেও কামাল করেছেন। প্রথম ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট।
কলকাতা: আর কয়েক মাসের অপেক্ষা। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। ভারতের স্কোয়াডে কারা থাকবেন, এখনই নিশ্চিত করা যায় না। বিশ্বকাপের আগে আইপিএলের পারফরম্যান্সও দেখা হবে। সঞ্জু স্যামসন সুযোগ পাবেন কিনা, এই নিয়ে ধোঁয়াশা রয়েছে। দেশের হয়ে সম্প্রতি টি-টোয়েন্টিতে পর্যাপ্ত সুযোগ পাননি সঞ্জু। আইপিএলে ভালো পারফর্ম করলে তাঁকে নিয়ে ভাবতেও পারেন নির্বাচকরা। বিশ্বকাপের লক্ষ্যেই কি ‘অলরাউন্ডার’ হয়ে উঠতে চাইছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে বাংলার বিরুদ্ধে নেমেছিল কেরল। বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ ব্যাট হাতে দুর্দান্ত লড়াই করলেও হার বাঁচাতে পারেননি। কেরলের বোলিং বিভাগ দুর্দান্ত পারফর্ম করেছে। আলাদা করে বলতে হয় জলজ সাক্সেনার কথা। ব্যাট হাতে দু-ইনিংসেই অবদান রেখেছেন। তেমনই বল হাতেও কামাল করেছেন। প্রথম ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট। তবে দ্বিতীয় ইনিংসে কেরল বোলিংয়ে আকর্ষণ অধিনায়ক সঞ্জু স্যামসন।
কিপার-ব্যাটার সঞ্জু বাংলার বিরুদ্ধে এক ওভার বোলিংও করলেন। তাঁর ওভারে ১১ রান ওঠে। রঞ্জি ট্রফি কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয় বার বোলিং করতে দেখা গেল সঞ্জু স্যামসনকে। স্বাভাবিক ভাবেই এই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। ব্যাটিং, কিপিংয়ের পাশাপাশি এ বার কি নিয়মিত বোলিংয়েও দেখা যেতে পারে সঞ্জুকে? অনেকে বলছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই বোলিং প্র্যাক্টিস সঞ্জুর!