IND vs ENG Delayed: টসে হল দেরি, ম্যাচ শুরুর জন্য কতক্ষণ অপেক্ষা করা যেতে পারে?
ICC MEN’S T20 WC 2024: খুব তাড়াতাড়িই মাঠ তৈরি রেডি হয়ে যাবে। যদি না ফের বৃষ্টি নামে। এই ম্যাচে রিজার্ভ ডে না থাকার কারণ, স্থানীয় সময় অনুযায়ী মাত্র একদিন মাঝে থাকছে। ফলে রিজার্ভ ডে রাখলে, পরদিনই ফাইনাল। তাও আবার অন্য ভেনুতে। যা খুবই সমস্যার হয়ে দাঁড়াত। রিজার্ভ ডে না থাকার কারণে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালে বাড়তি কাট অফ টাইম রাখা হয়েছে।
গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচে বৃষ্টির পূর্বাভাস ছিলই। দফায় দফায় বৃষ্টি আসার সম্ভাবনা। তবে সেটা পাসিং শাওয়ার বলেই মনে করা হচ্ছে। বৃষ্টি থামলে মাঠ রেডি হতে খুব বেশি সময় লাগার কথা নয়। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালের জন্য নেই রিজার্ভ ডে। এর কারণও রয়েছে। স্থানীয় সময় অনুযায়ী আগের রাতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সময় অনুযায়ী ভারত খেলছে একদিন পর। স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টিতে তা পিছিয়ে গিয়েছে।
শেষ পাওয়া আপডেট অনুযায়ী, বৃষ্টি কমেছে। খুব তাড়াতাড়িই মাঠ তৈরি রেডি হয়ে যাবে। যদি না ফের বৃষ্টি নামে। এই ম্যাচে রিজার্ভ ডে না থাকার কারণ, স্থানীয় সময় অনুযায়ী মাত্র একদিন মাঝে থাকছে। ফলে রিজার্ভ ডে রাখলে, পরদিনই ফাইনাল। তাও আবার অন্য ভেনুতে। যা খুবই সমস্যার হয়ে দাঁড়াত। রিজার্ভ ডে না থাকার কারণে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালে বাড়তি কাট অফ টাইম রাখা হয়েছে।
ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টায় ম্যাচ শুরুর কথা। যদিও আপাতত যা পরিস্থিতি, তাতে কিছুটা সময় পিছোতে পারে ম্যাচ। টস দেরিতে হওয়ায় এবং পাসিং শাওয়ারের আশঙ্কা থাকায় এমনই মনে করা হচ্ছে। তবে দিনের ম্যাচ হওয়ায় অপেক্ষা করা হবে অনেকটা সময়। ভারতীয় সময় অনুযায়ী রাত ১২.১০ অবধি ম্যাচ শুরুর জন্য অপেক্ষা করা যেতে পারে। ফলে বারবার বৃষ্টি এলেও ম্যাচ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এখানেই শেষ নয়, ১২.১০ এর মধ্যে ম্যাচ শুরু করা না গেলে ওভার কমতে শুরু করবে। সুতরাং, ম্যাচ শুরুর জন্য আরও বাড়তি সময় থাকছে। সব মিলিয়ে ভারতীয় সময় অনুযায়ী রাত ১.১০ অবধি অপেক্ষা করা যাবে। এর মধ্যে ম্যাচ শুরু করা না গেলে পরিত্যক্ত ঘোষণা হবে। সেক্ষেত্রে ফাইনালে যাব ভারতই।