AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup, Team India: চোট নিয়ে সংশয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার?

Washington Sundar, Team India: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চোট পেয়েছিলেন। পুরো ওভার বল করতে পারেননি। তবে ব্যাট করতে নেমেছিলেন। চোটের বহর বুঝে সুন্দরকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ভাবা হয়েছিল, দ্রুত চোট থেকে সেরে উঠবেন। সে সম্ভাবনা ক্ষীণ বলেই মনে হচ্ছে।

T20 World Cup, Team India: চোট নিয়ে সংশয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার?
বিশ্বকাপের আগে চাপে ভারত!
| Edited By: | Updated on: Jan 15, 2026 | 5:55 PM
Share

কলকাতা: ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ ভারতের। প্রতিপক্ষ আমেরিকা। বিশ্বকাপ অভিযানে নেমে পড়ার আগে প্রবল চাপে পড়ে গেল গৌতম গম্ভীরের দল। স্পিনার অলরাউন্ডারকে নাও পাওয়া যেতে পারে। চোটের কারণে ইতিমধ্যেই তিনি ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান সিরিজ থেকে। টি-টোয়েন্টি সিরিজের শেষ দিকে তাঁকে পাওয়া যেতে পারে, এমনই মনে করা হচ্ছিল। কিন্তু পরিস্থিতি বেশ জটিল। কিউয়িদের বিরুদ্ধে কুড়ি-বিশের সিরিজে না খেলতে পারা মানে বিশ্বকাপেও তাঁকে নিয়ে থাকছে প্রবল ধোঁয়াশা।

ইনি আর কেউ নন, ওয়াশিংটন সুন্দর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চোট পেয়েছিলেন। পুরো ওভার বল করতে পারেননি। তবে ব্যাট করতে নেমেছিলেন। চোটের বহর বুঝে সুন্দরকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ভাবা হয়েছিল, দ্রুত চোট থেকে সেরে উঠবেন। সে সম্ভাবনা ক্ষীণ বলেই মনে হচ্ছে। যা জানা যাচ্ছে, বাঁ পাঁজরের তলার দিকে যে চোট পেয়েছিলেন, তা এখনও সারেনি। এমনিতেই সুন্দর চোটপ্রবণ। অতীতেও চোট পেয়েছেন। তবে এ বারের চোট চাপে ফেলে দিতে পারে সুন্দরকে। হয়তো টিম থেকেই ছিটকে যাবেন তিনি। সুন্দরের বিকল্প হিসেবে কাকে টিমে নেওয়া যেতে পারে, তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে।

ঘরের মাঠে বিশ্বকাপ বলে স্পিনারদের গুরুত্ব দেওয়া হয়েছে দল নির্বাচনে। চতুর্থ স্পিনার হিসেবে দলে এসেছিলেন। প্রয়োজন মতো সুন্দরকে ব্যবহার করার ভাবনা দলের। বিশেষ করে বাঁ হাতি ব্যাটারদে বিরুদ্ধে তাঁর অফস্পিনার কাজে লাগত, ব্যাট হাতেও দলকে টানতে পারতেন। সে কথা মাথায় রেখে দল তাঁর অপেক্ষাও করতে পারে। নক আউট পর্যায়ে সুন্দরকে যাতে পায় ভারতীয় দল।