Yuvi on Broad: কিংবদন্তি ব্রডকে শুভেচ্ছা যুবরাজ সিংয়ের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 31, 2023 | 6:00 AM

Stuart Broad-Yuvraj Singh: যুবরাজের সেই ছয় ছক্কার পর কীভাবে ঘুরে দাঁড়িয়েছেন, এই প্রসঙ্গও উঠেছে ব্রডের মুখ থেকে।

Yuvi on Broad: কিংবদন্তি ব্রডকে শুভেচ্ছা যুবরাজ সিংয়ের
Image Credit source: Twitter

Follow Us

ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন স্টুয়ার্ট ব্রড। ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন ইংল্যান্ডের এই পেসার। আজই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ দিন। লন্ডন ওভালে চলছে অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্ট। তৃতীয় দিনের খেলা শেষেই ব্রড ঘোষণা করে দিয়েছিলেন, এই ম্যাচেই তাঁর কেরিয়ারের ইতি। আর স্টুয়ার্ট ব্রডের নাম শুনলেই আরও একটা নাম মনে পড়ে, যুবরাজ সিং। তাঁর জন্য ব্রডের কেরিয়ারই কার্যত শেষ হতে চলেছিল। তিনিই এখন কিংবদন্তি। অবসর জীবনের জন্য ব্রডকে শুভেচ্ছা জানালেন যুবরাজ সিং। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় মুহূর্ত ছয় ছক্কা। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। উদ্বোধনী সংস্করণে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন ভারত। আর সেই খেতাবের সফরেই তৈরি হয়েছিল একটা মুহূর্ত। মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। ম্যাচ চলাকালীন যুবরাজ সিংয়ের সঙ্গে ঝামেলায় জড়ান ইংল্যান্ডের অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফ। পরের ওভারে বোলিংয়ে এসে ফল ভোগ করতে হয় ২২ বছরের এক তরুণ পেসারকে।

এক…দুই করে ওভারে ছয় ছক্কা যুবরাজ সিংয়ের। সেই স্টুয়ার্ট ব্রড আন্তর্জাতিক ক্রিকেটে আর টিকে থাকবেন কিনা, সেটা নিয়েই সন্দেহ ছিল। এক তরুণ ক্রিকেটারের পক্ষে এখান থেকে ঘুরে দাঁড়ানো খুবই কঠিন। ম্যাচের পর দিন যুবরাজের ঘরে হাজির স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড। তিনিও প্রাক্তন ক্রিকেটার, বর্তমানে আইসিসি ম্যাচ রেফারি। যুবরাজ সিংয়ের কাছে গিয়েছিলেন একটা জার্সি নিয়ে। যুবিকে অনুরোধ করেছিলেন, অটোগ্রাফের জন্য। পরবর্তীতে সেই ঘটনা প্রকাশ্যে আসে। ক্রিস ব্রড যুবিকে বলেছিলেন, ‘আমার ছেলের কেরিয়ারটা বোধ হয় এখানেই শেষ হয়ে গেল। স্মৃতি হিসেবে এই জার্সিতে সই করে দাও।’

কেরিয়ার অবশ্য শেষ হয়নি। বরং নতুন উদ্যমে খেলা চালিয়ে গিয়েছিলেন ব্রড। সীমিত ওভারের ক্রিকেটে নজর কেড়েছেন। আসল মুন্সিয়ানা দেখিয়েছেন লাল-বলের ক্রিকেটে। টেস্টে বিশ্বের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন স্টুয়ার্ট ব্রড। তাঁর অবসর জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে যুবরাজ সিং লিখেছেন, ‘তোমাকে সেলাম। অনন্য একটা টেস্ট কেরিয়ারের জন্য অনেক শুভেচ্ছা। লাল-বলের ক্রিকেটে অন্যতম সেরা বোলার। সত্যিকারের কিংবদন্তি। তোমার এই সফর এবং তাগিদ অনেকের কাছেই প্রেরণা। পরবর্তী জীবনের জন্য অনেক শুভেচ্ছা।’

যুবরাজের সেই ছয় ছক্কার পর কীভাবে ঘুরে দাঁড়িয়েছেন, এই প্রসঙ্গও উঠেছে ব্রডের মুখ থেকে। ব্রড বলেছেন, ‘সেই দিনটা খুবই কঠিন ছিল। কত আর বয়স তখন! ২১-২২ হবে হয়তো? তবে অনেক কিছু শিখেছিলাম। সেই মুহূর্তে মনে হয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আমাকে অনেক উন্নতি করতে হবে। সেই থেকে নিজেকে একজন যোদ্ধার মতো করে গড়ে তুলেছি।’

Next Article