তিরুবন্তপুরম: পুদুচেরির কাছে হারতে হয়েছিল ভাগ্যের জোরে। আর তামিলনাড়ুর (Tamilnadu) কাছে কার্যত উড়ে গেলেন সুদীপ চট্টোপাধ্যায়রা (Sudip Chatterjee)। বাংলাকে দেখলে এখনও জ্বলে ওঠেন দীনেশ কার্তিক। রঞ্জি ট্রফি (Ranji Trophy) হোক কিংবা বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy), বাংলা-তামিলনাড়ু ম্যাচ মানেই দীনেশ কার্তিকের (Dinesh Karthik) ব্যাটিং তাণ্ডব।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সুদীপ চট্টোপাধ্যায়। ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে একটা সময় চাপে পড়ে যায় তামিলনাড়ু। ইন্দ্রজিত্-দীনেশ কার্তিক জুটি ইনিংসের ভিত মজবুত করে। ৬৪ রান করেন ইন্দ্রজিত্। দীনেশ কার্তিক আউট হন ৮৭ রানে। ৫০ রান করেন কৌশিক। ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৫ রান করে তামিলনাড়ু। ৩টে করে উইকেট নেন আকাশদীপ আর মুকেশ কুমার। ১টি করে উইকেট সংগ্রহ করেন শাহবাজ আর প্রদীপ্ত প্রামাণিক।
জবাবে ১৪৯ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। শ্রীবত্স গোস্বামী, অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়, কাইফ আহমেদদের কেউই ব্যাটে সে ভাবে রান পাননি। সর্বোচ্চ ৩০ রান করেন অভিষেক দাস। একাই ৪ উইকেট নেন রঘুপতি সিলাম্বরাসন। ২ উইকেট সংগ্রহ করেন সন্দীপ ওয়ারিয়র। সুদীপ, শ্রীবত্সদের মতো সিনিয়র ক্রিকেটাররা কবে দায়িত্ব নিতে শিখবেন, সেই প্রশ্ন উঠে গিয়েছে বঙ্গ ক্রিকেটের অন্দরে। অনুষ্টুপ মজুমদার এখনও ম্যাচ ফিট না হওয়ায় তাঁকে খেলাতে পারছে না টিম ম্যানেজমেন্ট।
বাংলার ম্যাচ বাকি কর্ণাটক আর মুম্বইয়ের বিরুদ্ধে। এই দুটো ম্যাচই এখন ডু অর ডাই সুদীপদের কাছে। শুধু জিতলেই চলবে না। বড় ব্যবধানে জিততে হবে। গ্রুপ টেবিলে এখন ৫ নম্বরে বাংলা। দুটো ম্যাচ জিতলে তবেই পরবর্তী রাউন্ডে ওঠার আশা কিছুটা হলেও জিইয়ে থাকবে।
আরও পড়ুন: Virat Kohli Anniversary: বিরুষ্কার চতুর্থ বিবাহবার্ষিকী