কলকাতা: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে ফের হার বাংলার। ইডেনে বাংলাকে ৮ উইকেটে হারালেন দীনেশ কার্তিকরা। চার বছর আগে বিজয় হাজারে ট্রফির ফাইনালে দীনেশ কার্তিকের বিধ্বংসী ইনিংসে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল বঙ্গব্রিগেড। এ দিন মুস্তাক আলির গ্রুপ পর্বের ম্যাচে দীনেশ কার্তিক-জগদীশান জুটি শেষ করে দিল বাংলার বোলিং লাইনআপকে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে উঠল তামিলনাড়ু।
WATCH: Dinesh Karthik’s 31-ball 47*-run cameo ??
The Tamil Nadu skipper played a captain’s knock and scored an unbeaten 47 with the help of 7 fours against Bengal. ?? #TNvBEN #SyedMushtaqAliT20
Video of his innings ??https://t.co/AOAAbZeGpC pic.twitter.com/ArHAK3N0DP
— BCCI Domestic (@BCCIdomestic) January 18, 2021
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান তোলে বাংলা। নবাগত কাইফ আহমেদ ৬৩ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার করেন ৩৪ রান। মনোজ তিওয়ারি আউট হন ৭ রানে। জবাবে ১৮ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় তামিলনাড়ু। একটা সময় ৫৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যান কার্তিকরা। কিন্তু চেনা ইডেনে প্রাক্তন নাইট অধিনায়ক আর জগদীশানের চওড়া ব্যাটে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় তামিলনাড়ু। ইশান পোড়েল, আকাশদীপ, মুকেশ কুমারদের নিয়ে ছেলেখেলা করেন জগদীশান। ৪৫ বলে ৭১ রানে অপরাজিত থাকেন তামিলনাড়ুর ওপেনার নারায়ণ জগদীশান। ৩১ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক। তবে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল বাংলা। জগদীশানের সহজ স্টাম্পিং মিস করেন শ্রীবতস গোস্বামী। তখন তামিলনাড়ুর স্কোর ছিল ১০০ রান।
আরও পড়ুন:ব্রাইট নির্ভরতায় পয়েন্ট নষ্ট, ‘সুইপার’ দেবজিতে বাঁচলেন ফাউলার
মা মারা যাওয়ায় টুর্নামেন্টের মাঝপথে বাড়ি ফিরে যান বাংলার কোচ অরুণ লাল। কোচহীন বঙ্গব্রিগেড গত ম্যাচে অসমের কাছে হেরে যায়। এ দিন তামিলনাড়ুর কাছেও হেরে বিপাকে পড়ল বাংলা।