কলকাতা : বিশ্বকাপের আগে অথৈ জলে পড়ল বাংলাদেশ ক্রিকেট। আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার ঠিক মাস তিনেক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসর ঘোষণা করলেন বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল। টি-২০ ফরম্যাটকে আগেই বিদায় জানিয়েছিলেন। এ বার ওডিআই এবং টেস্ট ফরম্যাটকেও বিদায় জানালেন। যদিও ওডিআই বিশ্বকাপের আগে তামিমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল বারবার। একেবারে ফর্মে ছিলেন না। উপরন্তু ভোগাচ্ছিল চোট। মাশরাফি বিন মর্তুজার অবসরের পর ২০২০ সালে ওডিআই ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয় তামিমকে। ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ খেলার আগেই ২২ গজকে বিদায় জানালেন। TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার বলে গণ্য করা হয় তামিমকে। সেই তিনিই সাংবাদিক সম্মেলনে চোখের জলে ক্রিকেটকে বিদায় জানালেন। ২০০৭ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তামিমের। ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে ৭০টি টেস্ট, ২৮১টি ওডিআই এবং ৭৮টি টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি অবসর নেওয়ায় বিশ্বকাপের আগে নতুন ক্যাপ্টেন খুঁজতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, আফগানিস্তানের বিরুদ্ধে বুধবারের প্রথম ওডিআই ম্যাচটাই ছিল তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ।
গত বছর টি-২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন ৩৪ বছরের তামিম। তবে ওডিআই ও টেস্ট ফরম্যাটে ছিলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসা। চলতি বছরের এপ্রিল মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষবার টেস্ট ম্যাচ খেলেন। বর্তমানে আফগানিস্তানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। একমাত্র টেস্টে জেতার পর বুধবার আফগানদের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওডিআই ম্যাচ হেরে যায় বাংলাদেশ। একশো শতাংশ ফিট না হলেও সিরিজে খেলার কথা জানিয়েছিলেন তামিম। কতটা ফিট সেটা পরীক্ষা করাই ছিল উদ্দেশ্য। যদিও তামিমের ফিটনেস নিয়ে অসন্তোষ ছিল কোচ চন্ডিকা হাতুরুসিংহের। জানা গিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে এ নিয়ে কোচের মনোমালিন্য হয়।
একশো শতাংশ ফিট না হয়েও তামিমের খেলার সিদ্ধান্ত নিয়ে বিসিবির চেয়ারম্যানও বেজায় চটে ছিলেন। এরপর প্রথম ওডিআই ম্যাচে আফগানদের বিরুদ্ধে হতাশার হার। পরদিনই তামিম অবসর ঘোষণা। অভিমান থেকেই কি এমন সিদ্ধান্ত নিলেন তামিম? নাকি বাধ্য করা হল? যাই হোক, এশিয়া কাপ ও পরবর্তীতে ওডিআই বিশ্বকাপের মতো আইসিসি টুর্নামেন্টের আগে ক্যাপ্টেনের অবসর বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন নয়।