মাঠেই হৃদরোগে আক্রান্ত বাংলাদেশের তারকা ক্রিকেটার, লড়ছেন হাসপাতালে

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 24, 2025 | 2:20 PM

টসের সময়ও তাঁকে দেখে কিছু মনে হয়নি সতীর্থদের। এমনকি তিনি নিজেও স্বাভাবিকই ছিলেন। কিন্তু টসের পর ফিল্ডিং করতে নামার পরই অস্বস্তি অনুভব করেন। হঠাৎই বাড়তে থাকে বুকের ব্যথা।

মাঠেই হৃদরোগে আক্রান্ত বাংলাদেশের তারকা ক্রিকেটার, লড়ছেন হাসপাতালে
হঠাৎ বুকে ব্যথা, তারকা ক্রিকেটারকে নিয়ে ছুটতে হল হাসপাতালে
Image Credit source: X

Follow Us

কলকাতা: নেমেছিলেন ২২ গজে লড়াইয়ে। তখনও জানতেন না, মাঠ থেকে তড়িঘড়ি তাঁর ঠিকানা বদলে যাবে। খুবই অল্প সময়ের মধ্যে ২ বার হার্ট অ্যাটাক হয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটারের। টসের সময়ও তাঁকে দেখে কিছু মনে হয়নি সতীর্থদের। এমনকি তিনি নিজেও স্বাভাবিকই ছিলেন। কিন্তু টসের পর ফিল্ডিংয়ে নেমেই অস্বস্তি অনুভব করেন। হঠাৎই বাড়তে থাকে বুকের ব্যথা। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরেও চলে যায়। যা দেখে আর ঝুঁকি নিতে পারেননি ক্লাব কর্তারা। দ্রুত তারকা ক্রিকেটারকে ভর্তি করা হাসপাতালে। সেখান থেকে জানা গিয়েছে, চিকিৎসকরা অ্যাঞ্জিওগ্রাম করে ব্লকেজ ঠিক করার চেষ্টা করেছেন। তবে তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালকে (Tamim Iqbal) নিয়ে হঠাৎই তৈরি হয়েছে আশঙ্কা। আপাতত বছর ৩৬ এর তারকা ক্রিকেটার লড়ছেন হাসপাতালের বেডে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ক্লাব ক্রিকেট খেলছেন চুটিয়ে। সেখানেই ঘটল এমন ঘটনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গে খেলা ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের সঙ্গে। সাভারের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এদিন সকালে খেলা শুরু হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন সতীর্থ, কর্তারা। বুকের ব্যথায় একসময় কুঁকড়ে গিয়েছিলেন তামিম। তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রুত যাতে চিকিৎসা হয়, তার জন্য হেলিকপ্টারও নিয়ে আসা হয়। কিন্তু বুকের ব্যথা তখন এতটাই মারাত্মক যে, হেসিকপ্টারে উঠতে পারেননি তামিম। অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় ফজিলাতুন্নেসা হাসপাতালে। মহমেডানের তরফে বলা হয়েছে, তামিম এখন হাসপাতালে। মাঠে ওর শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, হেলিকপ্টারে করে ওকে ঢাকায় নিয়ে যাওয়া যায়নি।

বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবাল বড় নাম। ৭০টা টেস্টে ৫১৩৪ রান করেছেন। ওয়ান ডে স্পেশালিস্ট মূলত। আগ্রাসী ব্যাটার ওই ফর্ম্যাটে ২৪৩টা ম্যাচ খেলে করেছেন ৮৩৫৭ রান। টি-টোয়েন্টিতেও বেশ সফল। সেই তামিমের অসুস্থ হয়ে পড়ার খবর ছড়তেই উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেটমহল।