Tamim Iqbal: ব্যাটের মাঝে লাগল বল, তবু ডিআরএস নিলেন তামিম; হেসে গড়াগড়ি নেট দুনিয়ার

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Mar 05, 2023 | 2:04 PM

বাংলাদেশ ক্রিকেট নিয়ে ফের হাসির রোল নেট দুনিয়ায়। তামিম ইকবালদের কাণ্ডকারখানা দেখে অবাক ক্রিকেট বিশ্ব। ঘটনাটি কী?

Tamim Iqbal: ব্যাটের মাঝে লাগল বল, তবু ডিআরএস নিলেন তামিম; হেসে গড়াগড়ি নেট দুনিয়ার
Image Credit source: Twitter

Follow Us

মীরপুর: বাংলাদেশ সফরে রয়েছে ইংল্যান্ড (Bangladesh Cricket)। চলছে ওডিআই সিরিজ। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে এলবিডব্লিউ (LBW) নিয়ে হাসির পাত্র হয়ে বসলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রিকেট মাঠে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে ঠিকই। কিন্তু বল ব্যাটে লাগা সত্ত্বেও এলবিডব্লুর আবেদন করা একেবারেই ভিত্তিহীন। ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওডিআই ম্যাচে। বল ব্যাটে লাগা সত্ত্বেও রিভিউ নিয়ে বসলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal)। যা দেখার পর ক্রিকেট বিশ্ব হাঁ। সোশ্যাল মিডিয়ায় হাসির ফোয়ারা। ব্যাপক ট্রোল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।

ইংল্যান্ড ইনিংসের শেষের দিক, ৪৮তম ওভারের ঘটনা। বল করছিলেন তাসকিন আহমেদ। ব্যাটিংয়ে আদিল রশিদ। তাসকিনের একটি ইয়র্কার ডেলিভারিকে প্রতিহত করেন তিনি। বল সোজাসুজি ব্যাটে লাগে। এমনকি প্যাডের ধারের কাছেও বলটি ছিল না। তা সত্ত্বেও তাসকিন এলবি ডব্লুর আবেদন করেন। আম্পায়ার আউট না দেওয়ায় সবাইকে অবাক করে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) নিয়ে বসেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। রিপ্লেতে দেখা যায় বল স্পষ্ট ব্যাটে লেগেছে। ব্যস, আর যাই কোথায়। এই অদ্ভুত ঘটনায় তামিমদের নিয়ে হাসাহাসি চলছে ক্রিকেট বিশ্বে। সোশ্যাল মিডিয়া বলছেন, এর থেকে বাজে ডিআরএসের নিতে দেখা যায়নি। বাংলাদেশ ক্রিকেট সেটাই করে বসল। ডিআরএস প্রযুক্তি নিয়ে ক্রিকেটারদের জ্ঞানের অভাব স্পষ্ট।

ম্যাচে প্রথমে ব্যাট করে তিনশোর উপরে রান তোলে ইংল্যান্ড। ইংল্যান্ডের ওপেনার জেসন রয় দুরন্ত শতরান হাঁকান। অধিনায়ক জশ বাটলার ৬৪ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ইংল্যান্ডের দেওয়া ৩২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই নড়বড়ে দেখাচ্ছিল বাংলাদেশি ব্যাটারদের। লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত শূন্য রানে সাজঘরে ফেরেন। উইকেটকিপার মুশফিকুর রহিমও মাত্র ৪ রান করেন। অধিনায়ক তামিম ইকবাল ৩৫ এবং অলরাউন্ডার সাকিব আল হাসান ৫৮ রানের ইনিংস খেললেও ম্য়াচ জেতার জন্য তা যথেষ্ট ছিল না। ম্যাচটি ১৩২ রানে জিতে নেয় ইংল্যান্ড।

Next Article