Rahul Dravid: আমেদাবাদে শ্যাডো প্র্যাক্টিসে দ্রাবিড়, যেন তিনিও নামবেন ফাইনালে!
ICC world Cup 2023, IND vs AUS Final: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের একটা দৃশ্য নজর কাড়ল। মাঠে নেমেই পিচ দেখতে এগিয়ে গেলেন রাহুল দ্রাবিড়। সঙ্গী ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। পিচে হাত দেননি। চোখের দেখায় পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন। এরপরই পপিং ক্রিজে দাঁড়িয়ে শ্যাডো প্র্যাক্টিসে দেখা যায় দ্রাবিড়কে। খেলোয়াড় জীবনে ঠিক যেমন শট খেলার সময় ঠোঁটে ঠোঁট চাপতেন, এই ভঙ্গিই দেখা গেল। রবিবার কোচ দ্রাবিড় এবং খেলোয়াড় দ্রাবিড়, দু-জনের কাছেই যেন ফাইনাল। ফিরে যেতে হবে ২০ বছর আগে!
আমেদাবাদ: টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার পর তাঁকে নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল না। রাহুল দ্রাবিড় নতুন প্রতিভা তুলে আনবেন, তাদের লালন পালন করবেন, এই দৃশ্যই যেন সুন্দর। সেটাই তো দেখে এসেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা! যুব দলের সঙ্গে দারুণ ভাবে মিশে গিয়েছিলেন। শুধু তাই নয়, সিনিয়র দলের কোনও ক্রিকেটারের পারফরম্যান্স খারাপ হলে তাঁকে পাঠানো হত রাহুল দ্রাবিড়ের ক্লাসে। বদলে যাওয়া এক ক্রিকেটার ফেরত পেত জাতীয় দল। সিনিয়র দলের কোচ হওয়ার পর থেকে দ্বিপাক্ষিক সিরিজে ভালো পারফরম্যান্স। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালেই বিদায়। ফের প্রশ্ন উঠতে শুরু করে। তেইশের বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে ভারত। রাহুল দ্রাবিড়ে আস্থা রাখছে পুরো দেশ। রবিবার যেন তিনিও নামছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সব অর্থেই। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের একটা দৃশ্য নজর কাড়ল। মাঠে নেমেই পিচ দেখতে এগিয়ে গেলেন রাহুল দ্রাবিড়। সঙ্গী ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। পিচে হাত দেননি। চোখের দেখায় পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন। এরপরই পপিং ক্রিজে দাঁড়িয়ে শ্যাডো প্র্যাক্টিসে দেখা যায় দ্রাবিড়কে। খেলোয়াড় জীবনে ঠিক যেমন শট খেলার সময় ঠোঁটে ঠোঁট চাপতেন, এই ভঙ্গিই দেখা গেল। একটি ব্যাট তুলে বাঁ-হাতি স্টান্সে নকিং করলেন, আবার ডান হাতেও। রবিবার কোচ দ্রাবিড় এবং খেলোয়াড় দ্রাবিড়, দু-জনের কাছেই যেন ফাইনাল। ফিরে যেতে হবে ২০ বছর আগে!
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে অনবদ্য পারফর্ম করছিল ভারত। সালটা ২০০৩। ফাইনালে পৌঁছলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। সেই টিমে ছিলেন রাহুল দ্রাবিড়ও। ফাইনালে ৪৭ রানের একটা ইনিংসও খেলেন। কিন্তু টার্গেট এতটাই বড় ছিল, সেখানে কিছু করার ছিল না। পরের বিশ্বকাপে রাহুল দ্রাবিড় ছিলেন ক্যাপ্টেন। সেই বিশ্বকাপেও হতাশার পারফরম্যান্স। তবে ২০০৩-এর বিশ্বকাপ যেন বেশি কষ্ট দেয়। ফাইনালে পৌঁছেও অস্ট্রেলিয়ার কাছে হার, খালি হাতে ফেরা। এ বারও ফাইনালে অস্ট্রেলিয়া। রাহুল দ্রাবিড় প্লেয়ার হিসেবে খেলতে নামবেন না। তবে ম্যাচের স্ট্র্যাটেজি তো তারই গড়তে হবে!