ICC ODI Ranking: এশিয়া কাপ জিতলেও এক নম্বর হতে পারবে না ভারত, কেন জানেন?

Asia Cup 2023, Indian Cricket Team: সুপার ফোরে বাংলাদেশের কাছে মাত্র ৬ রানে হেরেছে ভারত। এই ম্যাচের আগে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল ভারত। তার অন্যতম কারণ পাকিস্তান, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়। অন্য দিকে, শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার হার। বাংলাদেশ ম্যাচের আগে অবধি ভারতের রেটিং পয়েন্ট ছিল ১১৬। অস্ট্রেলিয়ার (১১৮) থেকে সামান্য পিছিয়ে ছিল ভারত। টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া।

ICC ODI Ranking: এশিয়া কাপ জিতলেও এক নম্বর হতে পারবে না ভারত, কেন জানেন?
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 7:30 PM

কলম্বো: আইসিসি ক্রমতালিকায় ওয়ান ডে ক্রিকেটে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রস্তুতিতে দক্ষিণ আফ্রিকায় পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে অজিরা। প্রথম দু-ম্যাচ জিতে পাকিস্তানকে শীর্ষস্থান থেকে ছিটকে দিয়েছিল তারা। সিরিজে পরবর্তী দুটি ম্যাচ হারলেও শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়াই। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ভারত তৃতীয় স্থানে। আগামী কাল এশিয়া কাপ ফাইনাল। এই টুর্নামেন্টে অষ্টম ট্রফির লক্ষ্যে নামছে ভারত। সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও ভারতকেই ফেভারিট ধরা হচ্ছে। কেন না, বাংলাদেশের বিরুদ্ধে অনেককেই বিশ্রাম দেওয়া হচ্ছিল। সেই হারে র‍্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছে ভারতের! এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও শীর্ষস্থানে আসবে না টিম ইন্ডিয়া! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সুপার ফোরে বাংলাদেশের কাছে মাত্র ৬ রানে হেরেছে ভারত। এই ম্যাচের আগে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল ভারত। তার অন্যতম কারণ পাকিস্তান, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়। অন্য দিকে, শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার হার। বাংলাদেশ ম্যাচের আগে অবধি ভারতের রেটিং পয়েন্ট ছিল ১১৬। অস্ট্রেলিয়ার (১১৮) থেকে সামান্য পিছিয়ে ছিল ভারত। টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। তিন ফরম্যাটেই শীর্ষস্থান ভারতের দখলেই থাকতে পারত।

ভারতকে শীর্ষে যাওয়ার জন্য এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে জিততেই হত। দ্বিতীয়ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচেও জিততে হত দক্ষিণ আফ্রিকাকে। ভারত হেরে যাওয়ায় পরিস্থিতি পাল্টে গিয়েছে। অস্ট্রেলিয়াকে বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। একই দিনে ভারত হেরেছে বাংলাদেশের কাছে। সেই হারে র‍্যাঙ্কিংয়ে ফের তিনে নেমে গিয়েছে ভারত। অস্ট্রেলিয়া ও দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের মধ্যে পার্থক্য সামান্য। ভারত যদি এশিয়া কাপ জেতে এবং অস্ট্রেলিয়া যদি সিরিজ নির্ণায়ক ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়, তাতেও টিম ইন্ডিয়া শীর্ষে উঠবে না। যা পরিস্থিতি, তাতে অস্ট্রেলিয়া শেষ ম্যাচে হারলে শীর্ষস্থানে ফিরতে পারে পাকিস্তান।

শীর্ষস্থানের লড়াই হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে। বিশ্বকাপের প্রস্তুতিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ জিতলে হয়তো এক নম্বর দল হিসেবেই বিশ্বকাপে নামবে টিম ইন্ডিয়া।