নয়াদিল্লি: টাইম ম্যাগাজিনে (Time Magazine) এ বার ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। ‘টাইম ১০০ নেক্সট’-এ বিরাট সম্মান জানানো হল প্রমিলাব্রিগেডের নেতা হরমনপ্রীত কৌরকে। তিনি ছাড়াও টাইম ম্যাগাজিনের ‘২০২৩ টাইম ১০০ নেক্সট: দ্য ইমার্জিং লিডারস শেপিং দ্য ওয়ার্ল্ড’ এর লিস্টে রয়েছে আরও দুই ভারতীয় রয়েছেন। তাঁরা হলেন নন্দিতা ভেঙ্কটেশন এবং বিনু ড্যানিয়েল। ভারতীয় বংশোদ্ভূত নবারুণ দাশগুপ্তও এই তালিকায় রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
টাইম ম্যাগাজিন সম্মান জানাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের আগ্রাসনকে। তিনি মেয়েদের ক্রিকেটকে বিশ্বের অন্যতম মূল্যবান ক্রীড়া সম্পত্তিতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৩৪ বছর বয়সী হরমনপ্রীত ভারতের মহিলা ক্রিকেট টিমকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। তাঁকে দেখে অনুপ্রাণিত হয় একাধিক মহিলা ক্রিকেটাররা।
মেয়েদের ক্রিকেট নিয়ে আলোচনা করলে হরমনপ্রীত কৌরের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭১ রানের দুর্ধর্ষ ইনিংসের কথা আসেই। শুধু মাঠেই নয়, হরমনপ্রীত মাঠের বাইরেও একজন সত্যিকারের নেতা। সারা বিশ্বে ১০০ জন অনুপ্রেরণাদায়ী নেতার তালিকায় বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা জায়গা পাননি। কিন্তু এই তালিকায় জ্বলজ্বল করছে হরমনপ্রীত কৌরের নাম।
শীঘ্রই এশিয়ান গেমসে মহিলা ক্রিকেট টিমকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। সোনা জয়ই লক্ষ্য। ২০২২ সালে হ্যারির নেতৃত্বে ভারতীয় মহিলা দল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছিল। সামনে আরও একটা মাল্টি স্পোর্টস ইভেন্টে তাঁর নেতৃত্বে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট টিম। অবশ্য প্রথম ২ ম্যাচে তিনি খেলতে পারবেন না। বাংলাদেশ সফরে আচরণের জেরে তিনি ২ ম্যাচে নির্বাসিত। তাঁর জায়গায় এই দুই ম্যাচে ভারতীয় টিমকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা।
দেশের জার্সিতে এখনও অবধি হরমনপ্রীত কৌর ১৫৪টি টি-টোয়েন্টি, ১২৭টি ওডিআই এবং ৩টি টেস্টে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের এই তিন ফর্ম্যাটের তিনি করেছেন যথাক্রমে ৩১৫২, ৩৩৯৩ ও ৩৮ রান।