Hardik Pandya: ড্রেসিংরুমে হার্দিকের জন্মদিন পালন, কেকে হামলে পড়লেন বিরাট!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 12, 2023 | 10:05 AM

ড্রেসিংরুমে টিম ইন্ডিয়া বুধ-রাতে করল ডাবল সেলিব্রেশন। ২০২৩ সালের ১১ অক্টোবর, এই দিনটা কোনওদিন ভুলবেন না ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁর ৩০তম জন্মদিন ভীষণ স্পেশাল হয়ে রইল। এর আগে কোনও বারই জন্মদিনে ম্যাচ খেলেননি হার্দিক। এই প্রথম বার জন্মদিনে ২২ গজে হার্দিক।

Hardik Pandya: ড্রেসিংরুমে হার্দিকের জন্মদিন পালন, কেকে হামলে পড়লেন বিরাট!
আফগানদের হারিয়ে ড্রেসিংরুমে হার্দিকের জন্মদিন সেলিব্রেশন।

Follow Us

নয়াদিল্লি: ড্রেসিংরুমে টিম ইন্ডিয়া (Team India) বুধ-রাতে করল ডাবল সেলিব্রেশন। ২০২৩ সালের ১১ অক্টোবর, এই দিনটা কোনওদিন ভুলবেন না ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাঁর ৩০তম জন্মদিন ভীষণ স্পেশাল হয়ে রইল। এর আগে কোনও বারই জন্মদিনে ম্যাচ খেলেননি হার্দিক। এই প্রথম বার জন্মদিনে ২২ গজে হার্দিক। আফগানিস্তানের বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হার্দিকের জন্মদিনে ছিল ভারতের ম্যাচ। সেই ম্যাচ শুরু হওয়ার আগে মাঠেই কেক কেটে হার্দিক জন্মদিন পালন করেছিলেন। সেই সময় তাঁর সঙ্গে ছিল ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। হার্দিক কেক কাটার সময় অরুণ জেটলি স্টেডিয়ামের সকল দর্শকরা একসঙ্গে হাতহাতি দিয়ে ওঠেন। ম্যাচের আগে এমন সেলিব্রেশন হার্দিকের মন ছুঁয়ে গিয়েছিল। কিন্তু ওই যে বলে, ‘পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত…’, ঠিক তেমনই ম্যাচের শেষে ভারতের ড্রেসিংরুমে হল হার্দিক পান্ডিয়ার জন্মদিন পালন। আবার কেক কাটেন হার্দিক। হাততালি দেন সতীর্থ থেকে কোচ ও সাপোর্ট স্টাফরা। আর হার্দিকের সেই কেকে হামলে পড়তেও দেখা যায় বিরাট কোহলিকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

একে আফগানিস্তানকে হারানো আর উপর হার্দিক পান্ডিয়ার জন্মদিন। ফলে ভারতীয় ড্রেসিংরুমে যে সেলিব্রেশন হবেই সেটা সকল ভারতীয় ক্রিকেট প্রেমীরা আন্দাজ করেছিলেন। ঠিক সেটাই হল। আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে হল জয় এবং হার্দিকের জন্মদিন উদযাপন। জন্মদিনে কেক কাটা হবে না তা-ও আবার হয় নাকি। হার্দিক পান্ডিয়ার জন্য এক সুন্দর কেকের আয়োজন করা হয়েছিল। রোহিত-বিরাট-ঈশান থেকে শুরু করে কোচ দ্রাবিড়-সহ ড্রেসিংরুমে উপস্থিত সকলে কেক কাটার সময় হার্দিককে শুভেচ্ছা জানান। সেই ভিডিয়ো বিসিসিআইয়ের ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে। সেই ভিডিয়োতে রয়েছে চমক। দেখা যায় হার্দিকের কেক কাটা হয়ে গেলে সেখান থেকে কেক কেটে খাচ্ছেন বিরাট কোহলি।

ভারতীয় ক্রিকেটের চূড়ান্ত ফিট ক্রিকেটারের কেক খাওয়া দেখে একজন ইন্সটাগ্রামে লিখেছেন, ‘জন্মদিন আসবে আর যাবে, আমাকে আগে কেক খেতে দাও।’ আসলে বিরাট কড়া ডায়েট মেনে চলেন। তাই তিনি এ ভাবে কেক খাবেন, তা তাঁর সমর্থকরা কল্পনাও করেন না। অবশ্য খুশির দিনে একটু আধটু ডায়েট ভাঙলে ক্ষতি নেই। বিরাট যা পরিশ্রমী তাতে কে বলতে পারে আজই হয়তো জিমে ঘণ্টাখানেক বেশি সময় কাটিয়ে দিতে পারেন, ওই এক টুকরো কেক খাওয়ার জন্য।

 

Next Article