কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের আর কয়েক মাস বাকি। এখনও অবধি ভারতের টিম নিয়ে ধোঁয়াশা কাটেনি। তার অন্যতম কারণ রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে নানা প্রশ্ন। অনেকের মতে, রোহিতই টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিক। আবার অনেকে চাইছেন, তরুণদের সুযোগ দিতে। শুধু তাই নয়, বিরাট কোহলিকে নিয়েও এমন ধোঁয়াশা রয়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই এই দু-জন দেশের জার্সিতে আর টি-টোয়েন্টি খেলেনি। প্রশ্ন সে কারণেই। কী বলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ ভাবে আয়োজন করবে এ বারের বিশ্বকাপ। ২০ দলের বিশ্বকাপ। প্রতিদ্বন্দ্বিতাও বেশি হবে বলে মনা করা হচ্ছে। ভারতের পরিকল্পনা কী হবে, সেটাই প্রশ্ন। সামনে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফর্ম্যাটে আর কোনও সিরিজ নেই। ফলে প্রস্তুতির জন্য ভরসা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেখানে পারফরম্যান্স দেখেই অনেকের ক্ষেত্রে সিদ্ধান্ত হবে।
ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর বিশ্বকাপ প্রসঙ্গে জানিয়েছিলেন, রোহিত নেতা থাকলেও বিশ্বকাপের টিমে থাকা উচিত। বিরাটকেও বিশ্বকাপের টিমে চাইছেন সানি। তার অন্য়তম কারণ, ব্যাটিংয়ের পাশাপাশি দু-জনেই দুর্দান্ত ফিল্ডার। কলকাতায় একটি অনুষ্ঠানে দেশের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায়ও একই সুর। সৌরভ বলছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতেরই ক্যাপ্টেন্সি করা উচিত। বিরাটকেও টিমে রাখা উচিত।’ কিন্তু এই দু-জন যে ১৪ মাস টি-টোয়েন্টি খেলেননি? সৌরভের সাফ উত্তর, ‘তাতে কিচ্ছু হবে না। বিরাট দুর্দান্ত ব্যাটার।’