লখনউ: ছুটি শেষ! ফের ব্যাট বলের বৃত্তে ফেরার পালা টিম ইন্ডিয়ার (Team India)। আগামী রবিবার, ২৯ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে রোহিত শর্মারা। তার আগে কটা দিন ছুটির মেজাজে ছিলেন বিরাট কোহলিরা। এ বার পরবর্তী যুদ্ধের জন্য লখনউয়ের মাটিতে পা দিল মেন ইন ব্লু। কীভাবে স্বাগত জানালো হল বিরাটদের? বিস্তারিত জানুন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টানা পাঁচ ম্যাচ জিতে এখন সপ্তম স্বর্গে রোহিত শর্মার দল। পয়েন্ট টেবিলের শীর্ষে জ্বল-জ্বল করছে ভারতের নাম। পরের যুদ্ধ ইংল্যান্ডের বিরুদ্ধে। তার আগে ধরমশালার প্রকৃতির বুকে কটা দিন শান্তির নিঃশ্বাস নিয়ে ফের বাইশ গজে ফিরলেন জাডেজারা। বুধবার ধরমশালা থেকে লখনউয়ের পৌঁছয় দল। এ দিন বিমান বিভ্রাটের কবলে পড়তে হয়েছিল রোহিত শর্মাদের। যদিও শেষমেষ বড় কিছু হয়নি। তবে নির্ধারিত সময়ের পরে লখনউে পৌঁছয় ভারতীয় দল।
Hello Lucknow 👋#TeamIndia are here for their upcoming #CWC23 clash against England 👌👌#MenInBlue | #INDvENG pic.twitter.com/FNF9QNVUmy
— BCCI (@BCCI) October 25, 2023
লখনউ তাঁদের সুন্দরভাবে স্বাগত জানিয়েছে। টিম হোটেলে ঢোকার সময় প্রথা মেনে গলায় মালা পরিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। একে-একে হোটেলে প্রবেশ করেন সিরাজ, জাডেজারা। বিসিসিআই-এর তরফে সামাজিক মাধ্য়ম X-এ একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। তাতেই ধরা পড়েছে সিরাজদের টিম হোটেলের ঢোকার মুহূর্ত।