ICC ODI World Cup 2023: লখনউয়ে হাজির টিম ইন্ডিয়া, প্রথা মেনে স্বাগত জানানো হল বিরাটদের

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 26, 2023 | 11:31 AM

Team India: টানা পাঁচ ম্যাচ জিতে এখন সপ্তম স্বর্গে রোহিত শর্মার দল। পয়েন্ট টেবিলের শীর্ষে জ্বল-জ্বল করছে ভারতের নাম। পরের যুদ্ধ ইংল্যান্ডের বিরুদ্ধে। তার আগে ধরমশালার প্রকৃতির বুকে কটা দিন শান্তির নিঃশ্বাস নিয়ে ফের বাইশ গজে ফিরলেন জাডেজারা। বুধবার ধরমশালা থেকে লখনউয়ের পৌঁছয় দল। এ দিন বিমান বিভ্রাটের কবলে পড়তে হয়েছিল রোহিত শর্মাদের। যদিও শেষমেষ বড় কিছু হয়নি। তবে নির্ধারিত সময়ের পরে লখনউে পৌঁছয় ভারতীয় দল।

ICC ODI World Cup 2023: লখনউয়ে হাজির টিম ইন্ডিয়া, প্রথা মেনে স্বাগত জানানো হল বিরাটদের
ভারতীয় দল

Follow Us

লখনউ: ছুটি শেষ! ফের ব্যাট বলের বৃত্তে ফেরার পালা টিম ইন্ডিয়ার (Team India)। আগামী রবিবার, ২৯ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে রোহিত শর্মারা। তার আগে কটা দিন ছুটির মেজাজে ছিলেন বিরাট কোহলিরা। এ বার পরবর্তী যুদ্ধের জন্য লখনউয়ের মাটিতে পা দিল মেন ইন ব্লু। কীভাবে স্বাগত জানালো হল বিরাটদের? বিস্তারিত জানুন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টানা পাঁচ ম্যাচ জিতে এখন সপ্তম স্বর্গে রোহিত শর্মার দল। পয়েন্ট টেবিলের শীর্ষে জ্বল-জ্বল করছে ভারতের নাম। পরের যুদ্ধ ইংল্যান্ডের বিরুদ্ধে। তার আগে ধরমশালার প্রকৃতির বুকে কটা দিন শান্তির নিঃশ্বাস নিয়ে ফের বাইশ গজে ফিরলেন জাডেজারা। বুধবার ধরমশালা থেকে লখনউয়ের পৌঁছয় দল। এ দিন বিমান বিভ্রাটের কবলে পড়তে হয়েছিল রোহিত শর্মাদের। যদিও শেষমেষ বড় কিছু হয়নি। তবে নির্ধারিত সময়ের পরে লখনউে পৌঁছয় ভারতীয় দল।


লখনউ তাঁদের সুন্দরভাবে স্বাগত জানিয়েছে। টিম হোটেলে ঢোকার সময় প্রথা মেনে গলায় মালা পরিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। একে-একে হোটেলে প্রবেশ করেন সিরাজ, জাডেজারা। বিসিসিআই-এর তরফে সামাজিক মাধ্য়ম X-এ একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। তাতেই ধরা পড়েছে সিরাজদের টিম হোটেলের ঢোকার মুহূর্ত।

Next Article