ICC World Cup 2023: ফিরে দেখা: তেইশের বিশ্বকাপে মেন ইন ব্লুর রোড টু ফাইনাল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 19, 2023 | 8:45 AM

বিশ্বকাপে (ICC World Cup 2023) একটা একটা ম্যাচে এক এক অধ্যায় লিখেছে ভারতীয় টিম। এ বার আর এক সোনালি অধ্যায় লেখার সামনে মেন ইন ব্লু। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা ৯ ম্যাচ জিতেছিল ভারত। তার পর সেমিফাইনালেও ভারতকে (India) আটকাতে পারেনি নিউজিল্যান্ড। এ বার অস্ট্রেলিয়াকে (Australia) হারিয়ে সোনালি ট্রফি জিতলেই টিম ইন্ডিয়া কোটি কোটি ভারতবাসীর স্বপ্নপূরণ করবে।

ICC World Cup 2023: ফিরে দেখা: তেইশের বিশ্বকাপে মেন ইন ব্লুর রোড টু ফাইনাল
ICC World Cup 2023: ফিরে দেখা: তেইশের বিশ্বকাপে মেন ইন ব্লুর রোড টু ফাইনাল
Image Credit source: ICC

Follow Us

আমেদাবাদ: ঠোঁট আর কাপের দূরত্ব এক ম্যাচ। বিশ্বকাপে (ICC World Cup 2023) একটা একটা ম্যাচে এক এক অধ্যায় লিখেছে ভারতীয় টিম। এ বার আর এক সোনালি অধ্যায় লেখার সামনে মেন ইন ব্লু। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা ৯ ম্যাচ জিতেছিল ভারত। তার পর সেমিফাইনালেও ভারতকে (India) আটকাতে পারেনি নিউজিল্যান্ড। এ বার অস্ট্রেলিয়াকে (Australia) হারিয়ে সোনালি ট্রফি জিতলেই টিম ইন্ডিয়া কোটি কোটি ভারতবাসীর স্বপ্নপূরণ করবে। রবিবাসরীয় মহারণের আগে এক ঝলকে দেখে নিন এ বারের বিশ্বকাপে কোন পথে ফাইনালে পৌঁছল টিম ইন্ডিয়া। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে রইল বিস্তারিত।

যে পথে তেইশের ওডিআই বিশ্বকাপ ফাইনালে উঠেছে ভারত —

  1. ৮ অক্টোবর, ২০২৩ – ওই দিন তেইশের বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল রোহিত শর্মার ভারত। সেই ম্যাচে চেন্নাইয়ে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছিল ভারত।
  2. ১১ অক্টোবর, ২০২৩ – দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গ্রুপ পর্বে ভারত নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছিল।
  3. ১৪ অক্টোবর, ২০২৩ – ওই দিন ছিল এ বারের বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত পাকিস্তানকে ৭ উইকেটে ওই ম্যাচে হারিয়েছিল।
  4. ১০ অক্টোবর, ২০২৩ – পুনেতে গ্রুপ পর্বের ওই ম্যাচে ভারতীয় দল বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছিল।
  5. ২২ অক্টোবর, ২০২৩ – এ বারের বিশ্বকাপে প্রথম চার ম্যাচে এশিয়ান প্রতিপক্ষর বিরুদ্ধে খেলেছিল ভারত। অবশ্য গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ভারত প্রতিপক্ষ হিসেবে পায় নিউজিল্যান্ডকে। ওই ম্যাচে ধরমশালায় কিউয়িদের ৪ উইকেটে হারায় টিম ইন্ডিয়া।
  6. ২৯ অক্টোবর, ২০২৩ – লখনউতে ভারত তাদের গ্রুপ পর্বের ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১০০ রানের বিরাট ব্যবধানে হারিয়েছিল।
  7. ২ নভেম্বর, ২০২৩ – মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই ম্যাচে ভারত শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারায়।
  8. ৫ নভেম্বর, ২০২৩ – গ্রুপ পর্বে ভারতের অষ্টম ম্যাচ ছিল প্রোটিয়াদের বিরুদ্ধে। ওই ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারায়।
  9. ১২ নভেম্বর – গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারায় ভারত। যার ফলে টানা ৯ ম্যাচ জিতে সেমিফাইনালে পা দেয় মেন ইন ব্লু।
  10. ১৫ নভেম্বর, ২০২৩ (সেমিফাইনাল-১) – এ বারের বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট ভারত। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়েছে রোহিত শর্মার ভারত। এ বার ফাইনালে অজিদের হারালেই আসবে ট্রফি।

 

Next Article