
সেঞ্চুরিয়ন: রেনবো নেশনে টেস্ট সিরিজ জেতার স্বাদ পায়নি ভারত। এ বার সেই লক্ষ্যেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে মেন ইন ব্লু। শুরুতেই চমক দিয়েছে ভারত। মঙ্গলের প্রথম টেস্টে শুভমন গিল নয়, অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামেন যশস্বী জওসওয়াল। তবে শুরুতেই মুখ থুবড়ে পড়েন ক্যাপ্টেন রোহিত শর্মা। মাত্র ৫ রান করে নান্দ্রে বার্গারের হাতে ধরা দেন রোহিত। ক্যাপ্টেন ড্রেসিংরুমে ফিরতে, যশস্বীর সঙ্গে জুটি বাঁধেন গিল। প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যর্থ হন তরুণ তারকা যশস্বীও। বার্গারের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। শুরুতেই একের পর এক ধাক্কা খেয়ে যখন চাপে ভারত, তখন ম্যাচের হাল ধরতে মাঠে নামেন কিং কোহলি। বিরাট-গিল জুটিতে যখন মাথা তুলে দাঁড়ানোর আশায় ভারত, তখন ফের বার্গারের বলে আউট হন গিল। অভিষেকেই পরপর ২ উইকেট নিয়ে জাত চেনালেন বার্গার।
মঙ্গলে শুভারম্ভের প্রত্যাশা ছিল ভারতের। তবে শুরুতেই ভেঙে পড়ল ভারতের টপ অর্ডার। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। আজ, শুরুতেই চমক অপেক্ষা করছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। ওপেনিংয়ে চেনা ছক ভেঙে রোহিতের সঙ্গে যশস্বীকে নামানো হয়। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে জমেনি ভারতের ওপেনিং জুটি। শুরুতেই রোহিতের উইকেট হারায় ভারত। কাগিসো রাবাডার বলে মাঠ ছাড়েন রোহিত। এরপর যশস্বীর সঙ্গে জুটি বাঁধেন গিল। ওপেনিংয়ে জ্বলে উঠতে পারেননি যশস্বী। মাত্র ১৭ রান করে বার্গারের বলেই ড্রেসিং রুমে ফেরেন। এরপর একে একে মাঠ ছাড়েন গিল ও। বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে ব্যাট-বলের বৃত্তে ফিরেছেন রোহিত-বিরাটরা। আশা ছিল, এ বার দুরন্ত ইনিংস উপহার দেবেন। তবে সব আশায় জল ঢেলেছে ভারতের টপ আর্ডার। প্রোটিয়াদের বিরুদ্ধে কার্যত ধসে পড়ল ভারতের ব্যাটিং লাইন আপ। মাত্র ২৪ রানেই ৩ উইকেট হারায় ভারত। প্রথম দিনের প্রথম সেশনেই ডাহা ফেল ভারতের টপ অর্ডার।
রেনবো নেশনে টেস্ট সিরিজ জেতার লক্ষ্যে মাঠে নেমে যেন শুরুতেই ব্যর্থ ভারত। কারণ স্কোরবোর্ডে রানই যদি না ওঠে তাহলে শুধু একা বোলারদের পক্ষে ম্যাচ ঘুরিয়ে দেওয়া কঠিন, তা ভালোই জানে ভারত। এ বার সব আশা মিডল অর্ডারকে ঘিরে। আজ তাঁরাও যদি ব্যর্থ হন তবে শুরুতেই আত্মবিশ্বাস হারাবে ভারত।