AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2024: মেসির পাড়ায় বিশ্বকাপ বিরাটের

গত বছর থেকে লিওনেল মেসির ঠিকানা সেই মার্কিন মুলুকেই। আর সেখানেই এ বার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। এই দুই তারকা এ বারের টি-২০ বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে জল্পনার অন্ত নেই। এর মাঝেই শোনা গিয়েছে তাঁরা জানিয়ে দিয়েছেন, টি-২০ ফর্ম্যাটে খেলা চালিয়ে যেতে চান। ফলে, ভারতীয় ক্রিকেট প্রেমীরা ধরেই নিয়েছেন চলতি বছরের জুনে মেসির পাড়ায় বিশ্বকাপ খেলতে দেখা যাবে বিরাট-রোহিতদের।

T20 World Cup 2024: মেসির পাড়ায় বিশ্বকাপ বিরাটের
T20 World Cup 2024: মেসির পাড়ায় বিশ্বকাপ বিরাটের
| Updated on: Jan 05, 2024 | 8:09 PM
Share

কলকাতা: মার্কিন মুলুকে এ বার বসছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) আসর। গত বছর থেকে লিওনেল মেসির (Lionel Messi) ঠিকানা সেই মার্কিন মুলুকেই। আর সেখানেই এ বার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। এই দুই তারকা এ বারের টি-২০ বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে জল্পনার অন্ত নেই। এর মাঝেই শোনা গিয়েছে তাঁরা জানিয়ে দিয়েছেন, টি-২০ ফর্ম্যাটে খেলা চালিয়ে যেতে চান। ফলে, ভারতীয় ক্রিকেট প্রেমীরা ধরেই নিয়েছেন চলতি বছরের জুনে মেসির পাড়ায় বিশ্বকাপ খেলতে দেখা যাবে বিরাট-রোহিতদের। সূচি অবশ্য তা-ই বলছে।

আজ, শুক্রবার ৫ জানুয়ারি প্রকাশিত হল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। ঠিক চার মাস পর লিওনেল মেসির পাড়ায় (নিউ ইয়র্ক) আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ যাত্রা শুরু করবে মেন ইন ব্লু। ১ জুনই হয়ে যাবে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন। ডালাসে সেই ম্যাচে মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। এ বারের বিশ্বকাপের যে ম্যাচের দিকে সকলে তাকিয়ে রয়েছেন, তা হল ৯ জুনের ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতের গ্রুপ পর্বের অপর দুই ম্যাচ রয়েছে ১২ জুন এবং ১৫ জুন। এই দুই ম্যাচে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া।

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি মায়ামির জার্সিতে খেলেন। তাই নিউ ইয়র্কে তাঁর আনাগোনা লেগেই থাকে। তিনি কি এ বারের বিশ্বকাপে ভারতের কোনও ম্যাচ দেখতে পৌঁছে যাবেন গ্যালারিতে? এমনটা কিন্তু হতেই পারে। আর তা হলে, মার্কিন মুলুকে এক ইতিহাস তৈরি হবে। ভারতের মাটিতে হওয়া ২০২৩ সালে ভারত ও অস্ট্রেলিয়ার ওডিআই বিশ্বকাপ ফাইনাল দেখতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন ইন্টার মায়ামির মালিক, ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। ফলে মেসি মার্কিন যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপের কোনও ম্যাচ দেখতে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

২০২৩ সাল থেকে ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি। তিনি মার্কিন মুলুকের মেজর সকার লিগে খেলার পর থেকে সে দেশে ফুটবলের পরিভাষা বদলে গিয়েছে। ক্রিকেট মহলের অনেকের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার ফলে সেখানে ক্রিকেটের আরও উন্নয়ন হবে।