Rishabh Pant: ‘তুমি ফাইটার’ ঋষভকে বার্তা দ্রাবিড়দের…
Team India: শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইট বলে জোড়া সিরিজ শেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্য়াচের টেস্ট সিরিজ রয়েছে। যদিও বর্ডার-গাভাসকর ট্রফিতে পাওয়া যাবে না ঋষভকে। স্বাভাবিক ভাবেই ভারতের জন্য এটি বড় ধাক্কা।

মুম্বই: বছর শেষে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন জাতীয় দলের ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। মা-কে সারপ্রাইজ দেওয়ার জন্য দিল্লি থেকে রুরকির উদ্দেশে রওনা দিয়েছিলেন পন্থ। পথেই দুর্ঘটনা ঘটে। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় তাঁর গাড়ি। দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ঋষভ। সংক্রমণের আশঙ্কা এড়াতে আইসিইউ থেকে প্রাইভেট স্যুটে স্থানান্তরিত করা হয়েছে ঋষভকে। তাঁর এই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন গোটা দেশ। ঋষভ হাসপাতালের বেডে, কিন্তু অন্য দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিযান শুরু করছে আজ। এই সিরিজে ঋষভকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ছুটি কাটাতেই মায়ের কাছে যাচ্ছিলেন। কিন্তু তাঁর সময় কাটছে এখন হাসপাতালে। ম্যাচের আগে ঋষভের দ্রুত সুস্থতা কামনা করে ভিডিয়ো বার্তা দিয়েছেন জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সহ দলের আরও অন্যান্য সদস্যরা। বিসিসিআইয়ের টুইটার (Twitter) পেজে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। কী বলছেন তাঁরা? তুলে ধরল TV9 Bangla।
? ? You are a fighter. Get well soon ? #TeamIndia wish @RishabhPant17 a speedy recovery ? ? pic.twitter.com/oVgp7TliUY
— BCCI (@BCCI) January 3, 2023
জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ঋষভের উদ্দেশ্যে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন। সেই ভিডিয়োতে তিনি বলেন, ” আশা করি তুমি সুস্থ হয়ে উঠছো। টেস্টের মাঠে তোমার কিছু দুর্দান্ত পারফরম্যান্স দেখার আমার সৌভাগ্য হয়েছে। আমরা যখনই বিপদে পড়েছি, তুমি আমাদের মুশকিল আসান করেছো। তাই আমি জানি এই চ্যালেঞ্জটাও তুমি ঠিক পার করে দেবে।”
হার্দিক পান্ডিয়া বললেন, “ঋষভ তোমার দ্রুত সুস্থতা কামনা করি। জীবন সবসময় আমাদের হাতে থাকে না। আমি জানি তুমি একজন ফাইটার। প্রত্যেক বারের মতো তুমি আবার ফিরে আসবে, আমার বিশ্বাস। আমার ভালবাসা এবং শুভেচ্ছা তোমার সঙ্গে রয়েছে। পুরো দল এবং জাতি তোমার সঙ্গে সবসময় রয়েছে।”
সূর্যকুমার যাদব বলেন, “আমি জানি কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছো তুমি। আমরা তোমায় মিস করছি। তুমি সবসময় আমাদের মধ্যে একজন ফাইটার ছিলে তাই আমি জানি তুমি খুব তাড়াতাড়ি এই লড়াই শেষ করে ফিরে আসবে।”
স্পিনার যুজবেন্দ্র চাহাল বললেন, “তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ঋষভ। এক সঙ্গে অনেক চার, ছয় মারা বাকি!”
উইকেটকিপার ব্যাটার ঈশান কিষান বলছেন, ” আমরা এখানে তোমায় মিস করছি। আমাদের এখন তোমার জন্য প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই। তবে আমি জানি তুমি তাড়াতাড়ি ফিরে আসবে।”
শুভমন গিল বলেছেন, ” ভারতীয় টিমের পক্ষ থেকে তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের ভালবাসা তোমার সঙ্গে আছে।”
শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইট বলে জোড়া সিরিজ শেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্য়াচের টেস্ট সিরিজ রয়েছে। যদিও বর্ডার-গাভাসকর ট্রফিতে পাওয়া যাবে না ঋষভকে। স্বাভাবিক ভাবেই ভারতের জন্য এটি বড় ধাক্কা।
