ডমিনিকা: টেস্ট ক্রিকেটের (Test Cricket) জার্সি মানেই ধবধবে সাদা। এই ছবিই গাঁথা রয়েছে ক্রিকেট প্রেমীদের মনে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে বদলে গেল টিম ইন্ডিয়ার জার্সি। কয়েকদিন আগেই ভারতের জার্সির (Team India Jersey) প্রধান স্পনসর হিসেবে ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপ ড্রিম ১১ এর সঙ্গে চুক্তি হয়েছে বিসিসিআইয়ের। এ বার তাই টিম ইন্ডিয়ার নতুন জার্সির সামনে জ্বলজ্বল করছে DREAM 11 লোগো। তাও আবার লাল রংয়ের। সাদা টেস্ট জার্সিতে লাল রংয়ের এই ড্রিম ১১ এর লোগো মোটেও মনে ধরেনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের। যে কারণে, টিম ইন্ডিয়ার নতুন জার্সি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ভারতের ক্রিকেট প্রেমীরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
Team India in the headshot session with the new jersey. pic.twitter.com/4l13eieL6R
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 11, 2023
সম্প্রতি টুইটারে ভারতীয় ক্রিকেটারদের নতুন টেস্ট জার্সিতে ফটোশুটের ছবি ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজ়েনরা রেগে কাঁই হয়ে গিয়েছেন। বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম ও পোশাক প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস ভারতের নতুন জার্সি বানিয়েছে। কিন্তু তাতে লাল রংয়ের ড্রিম ১১ লেখা ভীষণ দৃষ্টিকটু লেগেছে ভারতীয় সমর্থকদের। তাই এক সমর্থক টুইটারে লিখেছেন, ‘অ্যাডিডাস সুন্দর জার্সি বানিয়েছিল, তাতে ড্রিম ১১ লেখাটা পুরো জল ঢেলে দিল।’
Itni acchi khasi jersey banayi Adidas ne, Dream 11 ne aake pani fer diya!
— Jay Upadhyay (@jay_1910_) July 11, 2023
কেউ কেউ টুইট করেছেন ‘বিরাট কোহলি এই নতুন জার্সি পরার পরও ভালো লাগছে না।’
Even Virat Kohli couldn’t make this jersey look better.?? pic.twitter.com/jqZma2hyM4
— Lokesh Saini? (@LokeshVirat18K) July 11, 2023
টিম ইন্ডিয়ার এক সমর্থক টুইটারে লিখেছেন, ‘ড্রিম ১১ এর থেকে স্টার, বাইজুস লেখা জার্সি অনেক ভালো ছিল। পুরনো সাহারা জার্সিও ফিরিয়ে আনলে ভালো হত।।’
Dream 11??
Even Star, byjus were good
Bring back old Sahara India type jersey
— आदित्य☀️ (@Shalivaahan) July 11, 2023
চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোনও স্পনসর ছাড়াই খেলেছিল ভারত। সেই সময় টিম ইন্ডিয়ার জার্সিতে বড় করে লেখা ছিল INDIA। একাধিক ক্রিকেট সমর্থক নতুন ড্রিম ১১ লেখা জার্সি দেখে স্পনসর ছাড়া ওই জার্সিটিকে বেশি ভালো বলছেন।
Test jersey of Indian Team with India written on front >> any sponsor jersey. pic.twitter.com/oVP6cjW2Z3
— Akshat (@AkshatOM10) July 11, 2023