T20 WORLD CUP : রাত ৯টায় বিশ্বকাপের দল ঘোষণা

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Sep 08, 2021 | 4:30 PM

 ১৫ জনের দলে ৮জন ব্যাটসম্যান, ১ জন স্পেশ্যালিস্ট উইকেটকিপার ও ৬ জন স্পেশ্যালিস্ট বোলারকে নিয়েই বিশ্বকাপের(T20 WORLD CUP) দল(TEAM INDIA) ঘোষণা করতে চলেছে বিসিসিআই(BCCI)

T20 WORLD CUP : রাত ৯টায় বিশ্বকাপের দল ঘোষণা
আর কিছুক্ষণের অপেক্ষা

Follow Us

মুম্বইঃ অপেক্ষা আর কিছুক্ষণের। তারপরেই টি২০ বিশ্বকাপের দল ঘোষণা। তবে দল ঘোষণা সাধারণত যে সময়ে হয়, সেটা এবার পরিবর্তিত। টি২-০ বিশ্বকাপের দল ঘোষণার আগে এটাই বড়া চমক বিসিসিআইয়ের। আজ রাত ৯টায় দল ঘোষণা করবেন সচিব জয় শাহ ও নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা।

বিশ্বকাপ হোক বা অন্য কোনও সিরিজ। বিসিসিআই ভারতীয় দল ঘোষণা করে সাধারণত সকাল ১১টার পর কিংবা দুপুরে। এবার সেই রীতি ভাঙছে বিসিসিআই। এবার রাত ৯টার সময় মুম্বই থেকে দলঘোষণা করবে বিসিসিআই। টি২০ বিশ্বকাপের দলে কারা পাবেন ঠাঁই। কাঁদের ভাগ্য়ে ছিড়বে না শিঁকে? তাকিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সূত্রের খবর দল গঠনে তেমন চমক থাকবেনা। যারা গত ১ বছরের বেশি সময় ধরে ভারতের জার্সিতে টি২০ ক্রিকেটে নজরকাড়া পাফরম্য়ান্স করেছে,তাঁদেরই দেখা যেতে পারে ভারতীয় দলে। চমক থাকবে কি? সূত্রের খবর সেই সম্ভাবণা কম।

১৫ জনের দলে ৮জন ব্যাটসম্যান, ১ জন স্পেশ্যালিস্ট উইকেটকিপার ও ৬ জন স্পেশ্যালিস্ট বোলারকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই। সূত্রের খবর এমনটাই।  দলে উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ থাকলেও আরও একজন উইকেটকিপার নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের। সেক্ষেত্রে দলে থাকার সম্ভাবণা প্রবল হচ্ছে কেএল রাহুলের।কারন শ্রীলঙ্কা সিরিজে সঞ্জু স্যামসন তেমন নজর কাড়তে ব্যর্থ। ব্যাটিং ইউনিটে বিরাট, রাহানে, ধাওয়ান, রোহিতদের থাকা প্রায় নিশ্চিত।বোলারদের মধ্যে সামি, বুমরাহ, সিরাজরাও নিশ্চিত।

বোলিং ইউনিটে সবচেয়ে বড় প্রশ্ন থাকছে স্পিনার নিয়ে। কুলদীপ-চহ্বালদের উপরেই থাকবে ভরসা?  নাকি অশ্বিনের উপর শেষপর্যন্ত ভরসা থাকবে? জাদেজা, পান্ডিয়া ভাইদের দিকেও নজর রয়েছে দল নির্বাচনে। প্রথম বড় পরীক্ষায় বসছেন চেতন শর্মা। আর প্রথম বড় পরীক্ষা যে বেশ কঠিন তা বেশ ভালই টের পাচ্ছেন চেতন শর্মা। বিশেষ করে অলরাউন্ডার বাছাইয়ের ক্ষেত্রে। কারন, টি২০ ক্রিকেটে পার্থক্য গড়ে দেন ভালমানের অলরাউন্ডাররাই। পান্ডিয়া ভাইয়েরা নাকি অন্য কেউ। কে হবেন চেতন শর্মার বাজি, তার দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেটমহল।

প্রসঙ্গত পড়শি দেশ পাকিস্তানে বিশ্বকাপের দল ঘোষণার পর একের পর এক বিতর্ক শুরু হয়েছে। সরে দাঁড়িয়েছেন হেড কোচ মিসবা উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। পাক অধিনায়ক বাবার আজমও বলেছেন, দল নির্বাচন তাঁকে অন্ধকারে রেখেই করা হয়েছে। একের পর এক বিতর্কে যখন পাকিস্তান ক্রিকেট জেরবার, ঠিক তখনই টি২০ বিশ্বকাপের জন্য দল গঠন করতে নামছে ভারত।

প্রসঙ্গত ১৭ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি২০ বিশ্বকাপ। শেষ হবে ১৪ই নভেম্বর।

Next Article